বুধবার, ২৬ জুন ২০২৪, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক তারেককে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতা চলমান: প্রধানমন্ত্রী খাগড়াছড়ি থেকে ফয়সাল-মোস্তাফিজ গ্রেপ্তার, আনা হচ্ছে ঢাকায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উ. কোরিয়ার, বিস্ফোরিত মাঝ-আকাশেই তিস্তা সেচ ক্যানেলের ধারে পড়ে থাকা মাইন সদৃশ বোমা উদ্ধার ৩৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই : শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ পাবনায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ভাই-বোন নিহত ইসলামী ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নতুন ঠিকানায় পূবালী ব্যাংকের ঢাকা স্টেডিয়াম শাখা মেডিক্যাল কলেজে পড়াশোনার মান বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইকো-ট্যুরিজম সম্প্রসারণে একযোগে কাজ করবে বাংলাদেশ ও মালদ্বীপ সালিশদারকে হত্যার ঘটনায় ৬ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন গঙ্গা-তিস্তা নিয়ে ভারত সরকারকে প্রশ্ন করার পরামর্শ মন্ত্রীর পুলিশ কর্মকর্তাদের সম্পদের তদন্ত চলছে: আইজিপি পাকিস্তানে শিশুসহ একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা শনিবার ঢাকায় সমাবেশ, ৩ দিনের কর্মসূচি দিল বিএনপি বুড়িগঙ্গায় তেলবাহী ট্রলারে বিস্ফোরণ, কেঁপে উঠল পুরো এলাকা দুই আসামিকে ধরতে খাগড়াছড়িতে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান টানা বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা, পথে পথে নানা দুর্ভোগ

ওয়ার্নার-ভুবনেশ্বরে হায়দরাবাদের জয়

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭
  • ৯৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ডেস্ক: প্রথমে ব্যাট হাতে ডেভিড ওয়ার্নার। এরপর বল হাতে ভুবনেশ্বর কুমার। দুই বিভাগে এই দুইজনের অসাধারণ পারফরম্যান্সে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ৫ রানের দারুণ এক জয় পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

সোমবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। ৫০ রানেই তারা হারিয়ে বসে শিখর ধাওয়ান, মইসেস হেনরিকস ও যুবরাজ সিংকে।

এরপর অধিনায়ক ওয়ার্নারের সঙ্গে জুটি বাঁধেন নামান ওঝা। তারা চতুর্থ উইকেট জুটিতে ৬০ রান তুলে দলীয় স্কোরকে ১১০ রান পর্যন্ত টেনে নেন। এরপর ব্যক্তিগত ৩৪ রানে ফিরে যান ওঝা। সেখান থেকে ছোট ছোট আরো দুটি জুটি গড়ে দলীয় স্কোরকে নির্ধারিত ২০ ওভারে ১৫৯ পর্যন্ত নিয়ে যান। হায়দরাবাদের ৬ জন ব্যাটসম্যান আউট হলেও উদ্বোধনী জুটিতে নামা ওয়ার্নার শেষ বল পর্যন্ত অপরাজিত থাকেন। ৫৪টি বল খেলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭০* রান করেন অসি তারকা।

বল হাতে পাঞ্জাবের মোহিত শর্মা ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন।

১৬০ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভুবনেশ্বর কুমার, রশিদ খান, হেনরিকস, মোহাম্মদ নবীর বোলিং তোপে পড়েন কিংস ইলেভেন পাঞ্জাবের ব্যাটসম্যানরা। এর মধ্যে বল হাতে আগুন ঝরান ভুবনেশ্বর কুমার। তিনি ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে নেন ৫টি উইকেট। ২৪টি বলের মধ্যে ১৫টি ডটবল দেন। তার ওভারে ২টি চার মারতে পারলেও কোনো ছক্কা মারতে পারেনি পাঞ্জাবের ব্যাটসম্যানরা।

আজ অবশ্য রশিদ খান খরুচে বোলার ছিলেন। ৪ ওভারে ৪২ রান দিয়ে ২টি উইকেট নেন আফগান এই তরুণ। ১টি করে উইকেট নেন মোহাম্মদ নবী, হেনরিকস ও সিদ্ধার্থ। তাতে ১৯.৪ ওভারে ১৫৪ রানেই গুটিয়ে যায় কিংস ইলেভেন পাঞ্জাবের ইনিংস।

ব্যাট হাতে পাঞ্জাবের মানান ভোহরা একপ্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান। ১৮.৩ ওভারের মাথায় ভুবনেশ্বর কুমারের বলে এলবিডব্লিউ হওয়ার আগে ৫০ বলে ৯টি চার ও ৫ ছক্কায় ৯৫ রানে বিধ্বংসী ইনিংস খেলে যান। ভোহরার ৯৫ রানের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান করেন ইয়ান মরগান।

এ জয়ের ফলে ৫ ম্যাচের ৩টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে হায়দরাবাদ। অন্যদিকে ৫ ম্যাচের ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাঞ্জাব।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com