বাংলা৭১নিউজ, মাগুরা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী ওলামালীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা এস.এম ফরিদ উজ-জামান (৫০) লঞ্চ দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে তার বাম হাত ভেঙে দু’খ- হওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছেন।
উল্লেখ্য গত মঙ্গলবার রাত ২টায় ঢাকা থেকে মাগুরা নিজ বাড়িতে আসার পথে পাটুরিয়া লঞ্চ ঘাট থেকে নদী পার হওয়ার সময় ঘন কুয়াশার কারণে লঞ্চটি আঘাত পেলে লঞ্চের অধিকাংশ লোক আঘাত প্রাপ্ত হয়ে কেউ কেউ নদীর পানিতে পড়ে যায়, কেউ কেউ গরুতর আঘাতে আহত হয়।
লঞ্চটি চরে ধাক্কা খেলে তিনি ছাদ থেকে লঞ্চের নীচের পাটতনে পড়ে বুকে ও বাম হাতে আঘাত পেয়ে বেহুশ হয়ে পড়েন। এই অবস্থায় লঞ্চ কর্তৃপক্ষ ও লোকজন তাকে প্রথমে উথুলিয়া হাসপাতালে চিকিৎসা দিয়ে পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
পঙ্গু হাসপতাল থেকে চিকিৎসার পর গ্রামের বাড়ী মাগুরা সদর উপজেলার আরালিয়া গ্রামে আসার পথে শরীরে প্রচন্ড ব্যাথা শুরু হলে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। প্রচন্ত আঘাতপ্রাপ্ত হয়ে সভাপতি বুকের বামপাশে রক্ত জমেছে আর বাম হাতের কলার বোন থেকে ডিজ লোকেশন হয়েছে। সভাপতি মাওলানা এস.এম ফরিদ উজ-জামান দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন ।
বাংলা৭১নিউজ/জেএস