বাংলা৭১নিউজ, ঢাকা: ধানের শীষকে ঐক্যের প্রতীক আখ্যায়িত করে আগামী ৩০ ডিসেম্বর সারা দিন এটিতে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন।
বৃহস্পতিবার বিকেলে পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
ভোটারদের উদ্দেশে কামাল বলেন, ‘আপনারা ধানের শীষে ভোট দিবেন। এটি কোনো দলের প্রতীক নয়, ঐক্যের প্রতীক। এটি কোনো দলের জন্য বলছি না, ঐক্যবদ্ধ জনগণের শক্তির পক্ষে বলছি। আপনারা ভোট দিবেন, ধানের শীষে।’
তিনি আরও বলেন, ‘আগামীতে পরিবর্তন চাইলে আপনাকে ধানের শীষের পক্ষ নিতে হবে। পরির্বতনের জন্যই ভোট কেন্দ্রে যেতে হবে।’
এর আগে দলীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দু’দিন আগে রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরি সভাপতি সুব্রত চৌধুরী, নাগরিক ঐক্যের নেতা শহিদুল্লাহ কায়সার, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক প্রমুখ। সূত্র: পরিবর্তন।
বাংলা৭১নিউজ/জেএস