বাংলা৭১নিউজ, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাই মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া ইসলাম সোমাকে এসিড দিয়ে মুখ ও শরীর পুড়িয়ে দেওয়ার মামলায় গোবিন্দগঞ্জ ইসলাপুর পিয়ারাপুর আই,জি,এম স্কুল এন্ড কলেজের দর্শন বিভাগের প্রভাষক সাইফুল ইসলাম বাবুকে আজ মঙ্গলবার সকালে যাবজ্জীবন কারাদন্ড ও ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছর সশ্রম কারাদন্ড আদেশ দিয়েছেন জয়পুরহাট নারী ও শিশু ট্রাইবুনাল-২ ও অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক ড. আব্দুল মজিদ।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৩ আগষ্ট রাতে কালাই পৌর এলাকার আব্দুস সালামের ওই কলেজ পড়ুয়া মেয়ে নিজ শয়ন ঘরে ঘুমিয়ে ছিল। এসময় রাত আনুমানিক ২টার দিকে ঘরের জানালা দিয়ে একই এলাকার মেয়েটির ফুফা সাইফুল ইসলাম মেয়েটির শরীরে এসিড ছুড়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে চিনে ফেলে। মেয়েটি বর্তমানে ঢাকার এ,এস,এফ ফাউন্ডেশনে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে ২১.০৩.১৮ তারিখে একজনকে আসামী করে কালাই থানায় মামলা করেন। ওই বছরের ৩০ নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন এবং আজ এ রায় দেন। মামলাটি আসামী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাড মোস্তাফিজুর রহমান এবং রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন স্পেশাল পিপি এ্যাড ফিরোজা বেগম।
বাংলা৭১নিউজ/জেএস