এসএসএল কমার্জ ও বিকাশের ফ্রুট ফেস্টে চলছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। মঙ্গলবার (৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাসজুড়ে গ্রাহকরা ‘রাজশাহীর আম’, ‘শস্য প্রবর্তনা’, ‘পারমিডা’, ‘কদু’, ‘রয়েল ফ্রুটজ’, ‘রাজশাহী শপ’, ‘রেড গ্রোসার’ এবং ‘অর্গানিক ও’ থেকে অনলাইনে মৌসুমি ফল কিনে এসএসএল কমার্জের গেটওয়ের মাধ্যমে বিকাশে বিল পরিশোধ করলেই পাচ্ছেন সর্বোচ্চ ১২ শতাংশ পর্যন্ত ছাড়।
‘রাজশাহীর আম’ ও ‘কদু’ থেকে কেনাকাটায় প্রতি লেনেদেনে সর্বোচ্চ ২০০ টাকা, ‘পারমিডা’ ও ‘শস্য প্রবর্তনা’ থেকে প্রতি লেনদেনে সর্বোচ্চ ৩০০ টাকা এবং ‘রয়েল ফ্রুটজ’ এ সর্বোচ্চ ৫০০ টাকা ডিসকাউন্ট পাবেন গ্রাহকরা।
ক্যাম্পেইন চলাকালে একজন গ্রাহক যতবার ইচ্ছা ততবার এই ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন। অফারটি সম্পের্কে বিস্তারিত জানা যাবে এই লিংকে।