সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ১৭ জুন দেশব্যাপী ১০টি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করেছে।
ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান কার্যালয় হতে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো যথাক্রমে কুমিল্লার ঘনিয়ার চর বাজার, রাজার বাজার, রতনপুর বাজার ও কোরবানপুর বাজার, ময়মনসিংহের মাইজবাগ বাজার, কক্সবাজারের ফকিরা বাজার, নোয়াখালীর জিরতলী বাজার ও লেমুয়া বাজার, নরসিংদীর ঠাকুর বাড়ী মোড় বাজার এবং লক্ষ্মীপুরের চরলরেন্স বাজারে উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মোঃ সিরাজুল হক ও মোঃ সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো: মনিরুজ্জামান, এজেন্ট ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ মশিউর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শাখার শাখা ব্যবস্থাপকগণ, আউটলেটগুলোর এজেন্টসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/এসএইচ