পুঁজিবাজারে টেলিযোগাযোগ খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি গ্রামীণফোন লিমিটেড লার্জ ট্যাক্স পেয়ার ইউনিটের (এলটিইউ-ট্যাক্স) সঙ্গে একটি চুক্তি সই করেছে।
সোমবার (১৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানিটি করপোরেট ইনকাম ট্যাক্স বিরোধ নিষ্পত্তির জন্য এই চুক্তি করা হয়েছে। কোম্পানিটি ২০০৭-২০০৮ এবং ২০১৯-২০ অর্থবছরের আয়কর বিরোধ অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন (এডিআর) প্রক্রিয়ায় সমাধান করবে।
প্রসঙ্গত, গ্রামীণফোন পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৯ সালে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৩৫ কোটি ৩ লাখ ২২টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৫.৬৫ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ১.৯২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২.৪৩ শতাংশ শেয়ার রয়েছে।
বাংলা৭১নিউজ/এবি