বাংলা৭১নিউজ, গাইবান্ধা: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের প্রাক্তন সংসদ সদস্য প্রয়াত মনজুরুল ইসলাম লিটনের বড় বোন আফরোজ বারীর গাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
আজ বেলা ১১টার দিকে সুন্দরগঞ্জ পৌর শহীদ মিনারের পার্শ্বে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, আফরোজ বারী তার মাইক্রোবাসে করে সুন্দরগঞ্জ পৌর শহীদ মিনারে ফুল দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় শহরে থানা ও পৌর ছাত্রলীগের মিছিল চলছিল। মিছিল থেকে হঠাৎ করে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তারাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আজহারুল ইসলাম জানান, আফরোজ বারী পৌর শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে মিছিল থেকে গাড়ির পেছনের গ্লাস ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।
সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিয়ার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শহীদ মিনারে ফুল দিয়ে ফেরার পথে আফরোজ বারীর গাড়িতে কারা হামলা চালিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলা৭১নিউজ/সিএইস