সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চরের উন্নয়নে নজর দিতে হবে: উপদেষ্টা হাসান আরিফ ঢাবির ৫ শিক্ষার্থীকে হত্যাচেষ্টা: যবিপ্রবির কর্মকর্তা গ্রেফতার ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে না: সারজিস আলম প্রধান উপদেষ্টার অধীনে ৪ মন্ত্রণালয়-বিভাগ প্রথমে স্বরাষ্ট্র এরপর পাট এবার শ্রমে সাখাওয়াত খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আলী ইমাম মজুমদার শপথ নিলেন নতুন ৩ উপদেষ্টা ছয় উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টন উপদেষ্টা হচ্ছেন চলচ্চিত্রকার ফারুকী সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নতুন সচিব মহিউদ্দিন মারধর করে দুই নারী ‘আ.লীগ কর্মী’কে দেওয়া হলো পুলিশে অক্টোবরে ৪৪৩ সড়ক দুর্ঘটনায় ঝরেছে ৪৬৯ প্রাণ শেখ হাসিনার অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারী ৫০ জন গ্রেফতার পাচার হওয়া অর্থ ফেরত আনতে সিঙ্গাপুরের সহযোগিতা চাইলেন নাটোরে আওয়ামী লীগের ৩৩ নেতাকর্মী গ্রেফতার দখলের মচ্ছব, বন বিভাগই জানে না বনের সীমানা রাশিয়ার রাসায়নিক কারখানায় ইউক্রেনের হামলা, তীব্র বিস্ফোরণে আতঙ্ক পদ্মায় জেগে ওঠা চরের দখল নিতে হামলা, গুলিতে একজন নিহত কুড়িগ্রামে সাবেক কাউন্সিলরের মরদেহ উদ্ধার অভিনেত্রী আফরোজা হোসেন আর নেই

এমন মৃত্যু আর কত?

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বুধবার, ২৭ মার্চ, ২০১৯
  • ৮৫ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ কুমিল্লা ও চান্দিনা প্রতিনিধি: নজিরবিহীন আন্দোলন। নানা প্রতিশ্রুতি। চোখ খুলে দেয়া। কিন্তু কোনো কিছুতেই বদলাচ্ছে না পরিস্থিতি। প্রতিদিনই সড়ক-মহাসড়কে ঝরছে কোমলমতি শিক্ষার্থীদের তাজা প্রাণ। অঙ্কুরেই মরে যাচ্ছে একটি পরিবারের স্বপ্ন। গতকালও কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝরেছে দুই শিক্ষার্থীর প্রাণ। নিহতরা হলো- চান্দিনার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার ইয়াসমিন (১৫) ও কুমিল্লা সদর দক্ষিণের বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রিয়া সাহা (১৬)।

প্রত্যক্ষদর্শী ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন জানান, আমাদের বিদ্যালয়ের সামনের কাঁচা সড়ক দিয়ে গ্যাস লাইন নির্মাণ কাজে ব্যবহৃত ট্রাক্টর চলাচল করে। ২৬শে মার্চ উপলক্ষে শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। সকাল ৯টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আমি দাঁড়ানো ছিলাম আর ছাত্রীরা বিদ্যালয়ের দিকে আসছিল। ১৭-১৮ বছরের এক ট্রাক্টরচালক মেয়েগুলোকে দেখে জোরে হর্ন চেপে ট্রাক্টরটি রাস্তায় এদিক-সেদিক ঘুরাচ্ছিল। এ সময় ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে একজন পানিতে পড়ে যায় আরেকজন চাকায় পিষ্ট হয়।

এদিকে, ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের পাশের মহাসড়ক অবরোধ করে। পরে হাইওয়ে পুলিশ এসে শিক্ষার্থীদের প্রহার করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশের লাঠির আঘাতে ইয়াছিন (১৬) নামে এক শিক্ষার্থী আহত হয়। তার মাথায় পেছনে অংশ ফেটে গেলে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (দাউকান্দি সার্কেল) মহিদুল ইসলাম জানান, আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি। নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্য, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। গাড়ি ও চালক আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, দুপুর সোয়া ১২টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম জাকারিয়া।

এ সময় গ্যাস লাইন নির্মাণ কোম্পানি চিটাগং-ফেনী-বাখরাবাদ গ্যাস লাইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আব্দুল্লাহ আল যোবায়ের জানান, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে আমরা নিহতের পরিবারকে ৬ লাখ টাকার চেক দিয়েছি। ভবিষ্যতে আমরা দক্ষ ও লাইসেন্স প্রাপ্ত চালক নিয়োগ দেব। এ ছাড়া জেলা প্রশাসকের তহবিল থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেয়া হয়েছে।

এদিকে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর মাদরাসার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল সকাল ৭টায় লেগুনা খাদে পড়ে ঘটনাস্থলেই স্কুলছাত্রী রিয়া নিহত হয়। এতে আহত হয়েছে আরো পাঁচ শিক্ষার্থী। রিয়া বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। আহত ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী মনিকা (১৪), সাবেকুন্নাহার (১৪), অংকন সাহা (১৪), রুমি আক্তার (১৪) ও সালমা আক্তারসহ ১৩ জনকে স্থানীয় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা  দেয়া হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জসিম উদ্দিন মজুমদার জানান, সকালে বিদ্যালয় থেকে তিনটি লেগুনায় করে শিক্ষার্থীরা উপজেলায় স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে যাচ্ছিল। পথে শিক্ষার্থীরা এ দুর্ঘটনার শিকার হয়। এক শিক্ষার্থী জানান, সকাল ৬টার দিকে স্কুল থেকে প্রায় ১৮ জন শিক্ষার্থী একটি লেগুনায় করে রওনা হয়। মোস্তফাপুর মাদরাসার সামনে এসে লেগুনাটি কাঁপতে থাকে এবং কিছুক্ষণ পর রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়।

এনায়েতপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের এনায়েতপুর থানার বেতিলে অবৈধ বালুর ট্রাক চাপায় বৃদ্ধ এক পথচারী নিহত হয়েছেন। নিহত আবদুস সোবহান সরকার (৬৮) গোপালপুর গ্রামের মৃত হাজী জয়নাল আবেদিন সরকারের ছেলে। এছাড়া তিনি চলচ্চিত্র নির্মাতা এম এম সরকারের ভাই।

এনায়েতপুর থানার এসআই মামুন হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে যমুনা নদীর তীর হতে বালু নিয়ে একটি ট্রাক গোপালপুরের দিকে যাবার পথে বেতিল মোড় অতিক্রম করছিল। তখন পাশের ভ্যানের সঙ্গে হালকা ধাক্কা লাগলে চলন্ত গাড়ি থেকে নেমে চালক ঐ ভ্যানের চালককে ধরতে যায়। সে সময় ট্রাকটি নিচের দিকে নেমে এসে পথচারী সোবহান সরকারকে চাপা দেয়। তৎক্ষণাত উদ্ধার করে স্থানীয়রা খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

রাজাপুরে বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত, আহত ২
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরে যাত্রীবাহী বাস চাপায় তৌহিদুল ইসলাম (২১) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের দু’জন আরোহী আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ভাণ্ডারিয়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রাজাপুর উপজেলার বাইপাস এলাকার টিঅ্যান্ডটি সড়কের মুখে এ ঘটনা ঘটে। নিহত তৌহিদ উপজেলার পশ্চিম চারাখালি গ্রামের শাহ আলমের ছেলে। রাজাপুর থানার এসআই ফিরোজ আলম জানায়, বাইপাস এলাকার টিঅ্যান্ডটি সড়কের সামনের সড়ক থেকে ৩ আরোহী বহনকারী মোটরসাইকেলটি আঞ্চলিক মহাসড়কের উঠার সময় ভাণ্ডারিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামী শতাব্দী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার পরে চালক তৌহিদুলকে ডাক্তার মৃত ঘোষণা করে, শাকিল ও হাবিুবর রহমানকে বরিশাল শেবাচিমে প্রেরণ করে। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানায় পুলিশ।

 

বাংলা৭১নিউজ/এমএয

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com