রবিবার, ১৯ মে ২০২৪, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

এভাবে ব্যাংক লুট হলে স্বপ্ন পূরণ হবে না : মাহবুবুর

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০১৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেছেন, ‘এভাবে ব্যাংক লুট হলে শেখ হাসিনার স্বপ্ন পূরণ হবে না।’

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ ও আমাদের সংস্কৃতি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

মাহবুবুর রহমান বলেন, ‘শেখ হাসিনার সরকার ঘোষণা দিয়েছে, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে। কিন্তু এভাবে ব্যাংক লুট হলে এ ঘোষণা বাস্তবায়ন হবে না। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হবে না বাংলাদেশ।’

ব্যাংক লুটের কথা তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, ‘ব্যাংকিং খাতে ৩০ হাজার কোটি টাকা লোপাট হয়েছে। শেয়ারবাজার কেলেঙ্কারি, হলমার্ক দুর্নীতি, বিসমিল্লা গ্রুপের দুর্নীতি, রিজার্ভ চুরিতে বাংলাদেশের অর্থনীতি আজ হুমকীর মুখে।’

‘বাংলাদেশেই প্রথম গণতন্ত্রের উৎপত্তি’ দাবি করে তিনি বলেন, ‘পাল বংশই প্রথম গণতন্ত্রের জন্ম দেয়। বাংলাদেশেই প্রথম গণতন্ত্রের সূচনা হয়েছে। নির্বাচনের মাধ্যমে পাল বংশই ক্ষমতায় অধিষ্ঠিত হয়।’

মাহবুবুর রহমান বলেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। গণতন্ত্রের পূর্ণরূপ দিয়েছেন তিনি।’

বিএনপির এ নেতা বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্য দিয়ে সকল জাতিকে জিয়াউর রহমানই একত্রিত করেছেন। সভ্যতাকে নতুনভাবে বিকশিত করেছেন তিনি। গোটা উপমহাদেশের সভ্যতা বিকাশের প্রতীক জিয়া।’

বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের কথা তুলে ধরে তিনি বলেন, ‘কিছুদিন আগে মহা ধুমধামের সঙ্গে আমরা বাংলা নববর্ষ পালন করেছি, এটাই আমাদের সংস্কৃতি। অনেক উত্থান-পতনের মধ্য দিয়ে বাংলাদেশের উৎপত্তি। বাংলাদেশ অর্জন বিষয়টি অনেক বড় অর্জন। এই বাংলাদেশের গান, ভাষা কৃষ্টি-কালচার বিশ্বের সভ্যতাকে অনেক সমৃদ্ধ করেছে।’

‘ইলেকশনে পেশিশক্তির প্রভাব আছে’ দাবি করে তিনি বলেন, ‘ইলেকশনের নামে রক্তগঙ্গা বয়ে যাচ্ছে। কিন্তু ইলেকশন কমিশন কোনো অ্যাকশন নিচ্ছে না। ইলেকশনে যত প্রাণ যাচ্ছে, যত ঘটনা ঘটছে তার সব দায় ইলেকশন কমিশনকেই নিতে হবে।’

ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদৌলা চৌধুরী, হুমায়ুন কবির বেপারী প্রমুখ।

বাংলা৭১নিউ/এসএস

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com