এবি ব্যাংক পিএলসি. ও হেরিটেজ রিসোর্টের এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এবি ব্যাংকের কার্ডহোল্ডারগণ হেরিটেজ রিসোর্টের রুম রেন্টের উপর বিশেষ ছাড় সুবিধা (সাপ্তাহিক কার্যদিবনে সর্বোচ্চ ৪৪ শতাংশ এবং সাপ্তাহিক ছুটির দিনে সর্বোচ্চ ৪৮ শতাংশ) উপভোগ করবেন।
নরসিংদীর মাধবদীর নওপাড়া সংলগ্ন হেরিটেজ রিসোর্টে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম ও মো. ফজলুর রহমানের উপস্থিতিতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তারিক আফজাল এবং হেরিটেজ রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক মেনহাজুর রহমান ভূঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন এবি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
বাংলা৭১নিউজ/এসএইচ