এবি ব্যাংক পিএলসি. সারাদেশব্যাপী ছড়িয়ে থাকা ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ডিলারদের নগদ লেনদেন ত্বরান্বিত করার লক্ষ্যে একটি ‘কালেকশন সেবা প্রদান চুক্তি’ স্বাক্ষর করেছে।
এবি ব্যাংক পিএলসির হেড অব বিজনেস ইফতেখার এনাম আওয়াল এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ ফিনানসিয়াল অফিসার আবু জাফর (এফসি এ) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।
এ সময় এবি ব্যাংক পিএলসির প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মাহমুদউল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনান্স অফিসার কে. এম. মহিউদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার মো. আমিনুর রহমান এবং ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর হেড অফ কর্পোরেট ফিনান্স মোহাম্মাদ মাসুদ রানাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এসএইচ