পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলাকে সংযুক্ত করে সন্ধ্যা নদীতে প্রথমবারের মতো চালু করা হয়েছে ফেরি সার্ভিস।
শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম সন্ধ্যা নদীর শ্রীরামকাঠি-ভরতকাঠি রুটে ফেরি সার্ভিসটির উদ্বোধন করেন। এর মাধ্যমে নেছারাবাদ থেকে সাধারণ মানুষ সহজেই নাজিরপুর ও পিরোজপুরে যাতায়াত করতে পারবে।
শ্রীরামকাঠি বন্দরে ফেরি সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার এবং সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাসুদ মাহমুদ সুমন প্রমুখ।
এর আগে শ্রীরামকাঠি বন্দরে এক সমাবেশে বক্তব্য রাখেন মন্ত্রী। এ সময় বিগত দুই বছরে নাজিরপুরে বিভিন্ন ধরণের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে তুলে ধরেন তিনি।
বাংলা৭১নিউজ/সর