রবিবার, ২৬ মে ২০২৪, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১২ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস ও ভূমিধসের আশঙ্কা চ্যাম্পিয়ন হয়েই পিএসজি অধ্যায় শেষ এমবাপের গুজরাটে ‌‘গেমিং জোনে’ ভয়াবহ আগুন, শিশুসহ নিহত ২৭ ঘূর্ণিঝড় ‘রেমাল’: ১০ নম্বর মহাবিপদ সংকেত ৩১ বছর পর জার্মান কাপ জিতলো লেভারকুসেন ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা, ঘূর্ণিঝড় আইলার মতোই ভয়ঙ্কর রেমাল হোয়াইটওয়াশ এড়ালো বাংলাদেশ মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৭ নম্বর বিপদ সংকেত সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন উপমন্ত্রী দক্ষ জনশক্তি রপ্তানিতে দেশ ভিত্তিক প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে ‘এ পরিবারে জন্ম হওয়াটাই আমার ভুল হয়েছে’ দেশে ফিরলেন ভারতে পাচার হওয়া ৩ বাংলাদেশি পুলিশের সার্জেন্ট পরিচয় দিয়ে চাঁদাবাজি, যুবক গ্রেফতার পৃথিবীর কাছাকাছি ‘বাসযোগ্য’ নতুন গ্রহ আবিষ্কার বিজ্ঞানীদের জাতিসংঘ শান্তিরক্ষী নিয়ে প্রচারিত তথ্যচিত্রের প্রতিবাদ আইএসপিআরের ইসরায়েলগামী আরও তিন জাহাজে হুথির হামলা রেকর্ড গড়ে বড় পতনে সোনা উপকূলীয় এলাকায় লঞ্চ চলাচল বন্ধের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর পরিচয়ে ফেসবুকে হারবাল পণ্যের রমরমা বাণিজ্য তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা ৪২ ছুঁই ছুঁই

এবার ঢাকায় মুক্তি পাবে দেব অভিনীত কলকাতার চ্যাম্প

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় মঙ্গলবার, ৪ জুলাই, ২০১৭
  • ৮৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: যৌথ প্রযোজনা তথা কলকাতার ছবি নিয়ে ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রি যখন উত্তপ্ত ঠিক সে মুহূর্তে বাংলাদেশে মুক্তির প্রস্তুতি নিচ্ছে সম্পূর্ণ কলকাতার ছবি দেব অভিনীত ‘চ্যাম্প’। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় ছবিটি এ দেশে মুক্তি পাচ্ছে।

বাংলাদেশে ছবিটি আমদানি করেছে তিতাস কথাচিত্র নামের একটি প্রতিষ্ঠান। এরই মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ছবিটি মুক্তির অনুমতি চেয়ে আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

সূত্র জানিয়েছে, অনুমতি দেয়ার যাবতীয় কার্যক্রম এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। সবকিছু ঠিক থাকলে আগামী মাসেই বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে। চলতি ঈদে ছবিটি কলকাতায় মুক্তি পেয়েছে। পাইরেসি হওয়ার আগেই দ্রুত বাংলাদেশে মুক্তি দেয়ার চেষ্টা করছে আমদানিকারক প্রতিষ্ঠান।

এমনিতেই কলকাতায় কোনো ছবি মুক্তি পেলে মুক্তির কয়েকদিন পরই বাংলাদেশে ছবিটির সিডি পাওয়া যায়। কলকাতা থেকেই পাইরেসি হয়ে বাংলাদেশের বাজারে অবৈধভাবে ঢুকে পড়ে এসব নতুন ছবি।

এদিকে যৌথ প্রযোজনার নামে কলকাতার ছবি বাংলাদেশে অবাধে প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে গত দু’মাস ধরে প্রকাশ্যে আন্দোলন করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৪টি সংগঠনের সমন্বয়ে গঠিত চলচ্চিত্র ঐক্যজোট। যদিও সাফটা চুক্তি নিয়ে আন্দোলনকারীদের নির্দিষ্ট কোনো এজেন্ডা নেই।

তবে এ ধরনের অসামঞ্জস্যপূর্ণ চুক্তি বাতিল করার কথাও বলেছেন তারা। কারণ এ চুক্তির আওতায় কলকাতার নতুন ছবি আমদানি করা হলেও বিনিময়ে বাংলাদেশের পুরনো ছবি রফতানি করা হয়। যেমন- কলকাতায় মাত্র এক সপ্তাহ আগে মুক্তিপ্রাপ্ত ‘চ্যাম্প’ বাংলাদেশে মুক্তি দেয়ার আয়োজনের প্রক্রিয়া চললেও এর বিনিময়ে কলকাতায় রফতানি করা হয়েছে ২০১৬ সালের ১৯ আগস্ট মুক্তিপ্রাপ্ত কাজী মারুফ ও মৌসুমী হামিদ অভিনীত ও ফিরোজ খান পরিচালিত ছবি ‘মাস্তানি’।

এ ছবিটির নির্মাণশৈলী ও মান এতটাই নিন্মমানের যে, এ ছবি কলকাতায় প্রদর্শিত হলে বাংলাদেশের বর্তমান ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে ওখানকার মানুষের মধ্যে বিরূপ ধারণার সৃষ্টি হবে বলে অনেকের অভিমত।

বাংলা৭১নিউজ/সিএইস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com