বাংলা৭১নিউজ,ডেস্ক: ঘোষণা ছিল, আকাশে নকল চাঁদ স্থাপন করবে। কিন্ত তার চেয়েও বড়টা আবিস্কার।একেবারে ‘নকল সূর্য’ই বানিয়ে ফেললো দেশটি। চীনের এমন আবিস্কার নিয়ে বিজ্ঞান জগতে বেশ হইচৈ পড়ে গেছে। এই আবিস্কার ভবিষ্যত পৃথিবীর জন্য অনেক বড় কাজে আসবে বলেই বিজ্ঞানীদের অভিমত।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, চীনা বিজ্ঞানীরা এটিকে তৈরি করেছে ভবিষ্যতে শক্তির উৎস হিসেবে। যেখানে সূর্যের কেন্দ্রের তাপমাত্রা দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস, সেখানে এই বস্তুটির তাপমাত্রা ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস। ‘ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্স’-এ নির্মিত এই নকল সূর্যের মধ্যে অবিকল আসল সূর্যের মধ্যে যে ভাবে শক্তি উৎপন্ন হয়, সেই পদ্ধতি অবলম্বন করা হয়েছে।
এই প্রকল্পে নিউক্লিয়ার সংযোজন পদ্ধতিতে তাপ নির্মিত হয়েছে। স্বাভাবিক ভাবেই এমন একটি যন্ত্রকে তৈরি করতে ও প্রতিদিন তাকে চালাতে বিপুল খরচ হয়েছে। জানা যাচ্ছে, যন্ত্রটির পিছনে দৈনন্দিন খরচ ১৫ হাজার ডলার।
চীনের এই নতুন উদ্ভাবনকে ঘিরে উচ্ছ্বসিত বিজ্ঞানী মহল। এই আবিষ্কার পৃথিবীর ভবিষ্যতে দারুণ প্রয়োজনীয় হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলা৭১নিউজ/এমআই