বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নিউ দিল্লি ব্যুরো চিফ আমিনুল ইসলাম মির্জা টানা দ্বিতীয় মেয়াদে স্বনামধন্য ‘ফরেন করেসপনডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া’ (এফসিসি) এর গভর্নিং কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। ভারতের রাজধানী নয়া দিল্লিতে অবস্থিত সংগঠনের ক্লাবে সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পিআইও টিভির মুনিষ গুপ্ত।
নির্বাচিত অন্যান্য সদস্যবৃন্দ হলেন- দি নিউইয়র্ক টাইমস পত্রিকার এমিলি সিমল, রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল এর সেবাস্তিয়ান ফাসি, ব্লুমবার্গ পত্রিকার মিজ রুথ পোলার্ড, আল-জাজিরা টিভির এলিজাবেথ পুরানাম, জার্মান টিভির রাঘবেন্দ্র ভার্মা, আশাহি শিমবুন পত্রিকার তৌকির হোসাইন এবং ফ্রিল্যান্স জার্নালিস্ট পঙ্কজ যাদব।
এফসিসি এশিয়া হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান, নেপাল, মালদ্বীপ, আফগানিস্তান এবং তিব্বত অঞ্চলের ৫ শতাধিক সাংবাদিক এবং ফটোগ্রাফারের সংগঠন। বরিশাল বিভাগ সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মির্জা ২০১৮ সালের অক্টোবর থেকে ভারতের নয়া দিল্লিতে বাসস-এর ব্যুরো চিফ হিসেবে কর্মরত আছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ