এফবিসিসিআইয়ের নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা। বিকেল ৪টায় এ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী দুটি প্যানেলই।
এদিকে সংগঠনটির বর্তমান সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, ব্যবসায়ী সংগঠনগুলোর অ্যাপেক্স বডি (শীর্ষ কমিটি) হলো এফবিসিসিআই, যা ব্যবসার প্রসারে, কর্মসংস্থানের উন্নয়নে ভূমিকা রাখে। এক্ষেত্রে জাতীয় নির্বাচনের মতোই এফবিসিসিআই নির্বাচন গুরুত্ববহ।
সোমবার (৩১ জুলাই) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এফবিসিসিআই পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট দেওয়ার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন ।
এএফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশে নির্বাচন হলে সেটি উৎসবমুখর হয়। এফবিসিসিআই নির্বাচনে সেই উৎসব দেখা গেছে। এবারের নির্বাচনের জন্য প্রার্থীরা ভোটারদের কাছে গিয়ে তাদের কথা ব্যক্ত করছেন। এটা মূলত অ্যাপেক্স বডি, এটা পলিসি লেভেল নিয়ে কাজ করে। এক্ষেত্রে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে মনোনীত করবেন।
নির্বাচনে দুই প্যানেল লিডারই জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, আমাকে চাপ দেওয়া হয়েছিল সিলেকশন নির্বাচনের জন্য। আমি তাদের কথায় রাজি হইনি। আমিসহ তিনজন কঠোর অবস্থানে ছিলাম নির্বাচনের জন্য। কোনো প্রার্থী নির্বাচনে জয়ী হয়ে এলে তিনি ব্যবসায়ীর কথা বুঝবেন। নির্বাচন হলে ব্যবসায়ীরা একে অপরের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান, তাদের সুবিধা-অসুবিধার কথা বুঝতে পারেন। এতে সম্পর্ক ভালো হয়। এ কারণে আমি নির্বাচনে এসেছি। আমি জয়ের ব্যাপারে আশাবাদী।
অন্যদিকে ব্যবসায়ী ঐক্য পরিষদের প্যানেল লিডার মাহবুব আলম বলেন, নির্বাচনে আমিসহ পূর্ণ প্যানেলের জয় হবে ইনশাআল্লাহ। ব্যবসায়ীরাই আমাকে বেছে নেবেন।
বাংলা৭১নিউজ/এসএইচ