শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এবার পরিবেশ বিভাগে নজর ট্রাম্পের, রাতারাতি ৮০০ কর্মী ছাঁটাই ত্রিপুরায় নারী-শিশুসহ ১৩ বাংলাদেশি আটক রিজভী-এ্যানী যোগ দেবেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইলিয়াস কাঞ্চন রোজা শুরু কবে, জানা যাবে শনিবার গাজার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনায় ইসরায়েল-হামাস ভাঙ্গা থানার ওসি গ্রেফতার প্রস্তুতি শেষ, ভিড় বাড়ছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মধ্যরাত থেকে দুই মাস পদ্মা-মেঘনায় মাছ ধরা বন্ধ সিরাজদিখানে শিশুকে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা, আসামির বাড়ি ভাঙচুর রমজান উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তরের সুলভ মূল্যে ডিম-দুধ-মাংস বিক্রি শুরু ইসলামী ব্যাংক খুলনা জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত ইসলামী ব্যাংক যশোর জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত জিম্মি ২৯ জেলেকে ফিরিয়ে দিল আরকান আর্মি বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করতে আগ্রহী চীন জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম দ্রুত সমাপ্ত করতে হবে: তথ্য উপদেষ্টা মাহফুজ রোজা শুরুর আগেই হঠাৎ দ্বিগুণ তিন পণ্যের দাম শেওড়াপাড়ায় কাঁচাবাজারে আগুন, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে ৬.১ মাত্রার ভূমিকম্প নেপালে, কাঁপল বাংলাদেশও

এনসিপির আত্মপ্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের জন্য ৪ নির্দেশনা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি) নামে আত্মপ্রকাশ করছে তরুণদের নতুন রাজনৈতিক দল। ইংরেজিতে দলের নাম হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)। দলটির শীর্ষ নেতৃত্বে থাকছেন নাহিদ ইসলাম ও আখতার হোসেন। আজ শুক্রবার বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউয়ে দলটি আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করবে।

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে গণমাধ্যমকর্মীদের জন্য চার নির্দেশনা দেওয়া হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা তুলে ধরা হয়। নির্দেশনাগুলো হলো—
 
> সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানিক মিয়া এভিনিউয়ের মূল মঞ্চের পেছনে গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া পাস বিতরণ করা হবে।
 
> মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করতে মিডিয়া পাস দেখাতে হবে।

 
> দুপুর ১২টার পর শুধু মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম দিকের প্রবেশপথ (আড়ংয়ের দিকে) দিয়ে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ করা যাবে।
 
> দুপুর আড়াইটার মধ্যে মঞ্চের সামনের সংরক্ষিত এলাকায় প্রবেশ বন্ধ করে দেওয়া হবে।
 
এদিকে দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে শেষ সময়ের প্রস্তুতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন নতুন দলটিতে যোগদান করা নেতাকর্মীরা। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে মঞ্চ সাজানোর প্রস্তুতি।
গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই মানিক মিয়া এভিনিউতে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়।মঞ্চের পাশাপাশি ওয়াশরুম ও বিভিন্ন বুথ নির্মাণেরও কাজ চলতে দেখা গেছে। গতকাল সন্ধ্যা থেকে পুরোদমে কাজ শুরু হয়। এরপর শ্রমিকদের কাজ চলে গভীর রাত পর্যন্ত। আজ সকালবেলায়ও ব্যস্ত সময় পার করছেন তারা।

এদিকে, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সকাল সকাল বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। আয়োজনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জানা গেছে, ছাত্রদের এই জমায়েতে মেডিক্যাল টিম, ওয়াশরুম, পুলিশ বুথ, পানির ব্যবস্থা থাকবে।
একই সঙ্গে ব্যাকস্টেজে মেয়েদের জন্য অন্য বুথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com