বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের তিন জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনা ঘটে শনিবার (১৯ মে) দুপুর বেলা উপজেলার বেড়গঙ্গারামপুর গ্রামে থানায় ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মামলা সুত্রে জানা যায়, বেড়গঙ্গারামপুর গ্রামের মৃত কাজিমুদ্দিন মন্ডলের ছেলে আঃ আজিজ তপশীলী জমি তার পিতার কাছ থেকে দলিল মুলে ভোগ দখল করে আসছে।
আজিজ আলীর জমিতে লিচুর গাছ থেকে নাতি মবিদুল ইসলাম, পুত্র সুমন আলী, স্ত্রী বানেছা বেগম লিচু পারতে গেলে অভিযুক্ত আছাদ আলী (৩৫) নাইম হোসেন (১৯) কালাম মোল্লা (৫০) আশরাফ হোসেন (৩৫) সুমন আলী (২৫) মোঃ বিল্টু (১৮) মোঃ রনি (২০) আলিফ হোসেন (১৮) আঃ হান্নান (২৭) সাইফুল ইসলাম (৪২) সহ সবাই হাসুয়া ও কাঠের বাটাম দিয়ে তাদের কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকারে এগিয়ে আসে রক্তাত্ত অবস্থায় এলাকাবাসি আহতদের গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়।
গুরুতর জখম বানেছা বেগম কান্না জরিত কন্ঠে জানান, একই এলাকার আঃ কাদেরের ছেলে আছাদ আলীসহ তাদের আত্বীয় স্বজন দীর্ঘদিন ধরে ১২ শতক জমি জোর পূর্বক ভোগ দখল করার অপচেষ্টা করে আসছিল। এর জের ধরে শনিবার দুপুরে তাদের লোকজন দেশীয় অস্ত্র দিয়ে আমার নাতী, ছেলে ও আমাকে কুপিয়ে জখম করে। তারা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না।
এবিষয়ে সাইফুল ইসলাম বলেন, দশ বছর ধরে ওই জমি আমার ভোগ দখলে। আমার জমি তারাই জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। প্রতি বছর লিচুর সময় এলেই থানায় গিয়ে একটা আবেদন করেই ঝামেলা করে। ঘটনার সময় আমি ছিলাম না। আমি তখন সোনাপুর একটা লিচুর বাগানে ছিলাম। ইউএনও সাহেবের ফোন পাওয়ার পর আমি ঘটনাটি শুনে স্পটে ছুটে আসি। হাতা হাতির এক পর্যায়ে তাদের কাস্থির আঘাতে তারাই আঘাত পেয়েছে। আমাদের কোন লোক তাদেরকে আঘাত করে নাই। এর আগেও এলাকায় ও থানায় অনেক শালিশ দরবার হয়েছে, সেখানে আমি প্রত্যেকবার রায় পেয়েছি।
গুরুদাসপুর থানার (ওসি) অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা বলেন, মামলার পর পরই অভিযান চালিয়ে অভিযুক্ত ১জনকে আটক করা হয়েছে। বাকি আসামীদের খুব দ্রুত আটকের চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/জেএস