বুধবার, ২২ মে ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ময়মনসিংহে গর্তে পাওয়া তিন মরদেহের পরিচয় মিলেছে ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আয়ারল্যান্ড: রয়টার্স আরও ১ হজযাত্রীর মৃত্যু, সৌদি গেলেন ৩৪৭৪১ জন নাইজেরিয়ায় বন্দুকধারীদের গুলিতে নিহত ৪০ বঙ্গোপসাগরে লঘুচাপ, আরো ঘনীভূত হতে পারে বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধ প্রচার করেছেন অহিংসার বাণী গৌতম বুদ্ধ আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন শুভ বুদ্ধ পূর্ণিমা আজ এমপি আনোয়ারুল আজিমের মরদেহ কলকাতায় উদ্ধার ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা মত প্রকাশের স্বাধীনতায় ১২৮তম বাংলাদেশ পানিতে ডুবে দুই সন্তানের মৃত্যু, শোকে বারবার মূর্ছা যাচ্ছেন মা ঘর পাচ্ছে আরও ২০ হাজার ভূমিহীন পরিবার বাংলাদেশে চালের উৎপাদন বেড়েছে চারগুণেরও বেশি বাজার মনিটরিংয়ের বিষয়টি আবার সচল করা হবে জামায়াত নেতা এটিএম আজহারের দুই বছরের কারাদণ্ড নিষেধাজ্ঞায় তাদের অপকর্ম থামেনি: ফখরুল ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রীয় শোক ঘোষণা চট্টগ্রামে নির্বাচনে সংঘর্ষ, অতিরিক্ত পুলিশ মোতায়েন

এক দশক পর শেখ হাসিনার সঙ্গে তাদের অন্যরকম সাক্ষাৎ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮
  • ১৪৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: দীর্ঘ এক দশক পর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে অন্যরকম সাক্ষাৎ হচ্ছে তিন নেতা ড. কামাল হোসেন, সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ ও মাহমুদুর রহমান মান্নার। এর মধ্যে ড. কামাল হোসেনের সাক্ষাৎ হচ্ছে অন্তত ১৪ বছর পর। ২০০৪ সালে ২১শে আগস্ট গ্রেনেড হামলার পর শেখ হাসিনার প্রতি সমবেদনা জানিয়ে সাক্ষাৎ করেছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

ওই বছরই ১৪ দলীয় জোট গঠনের সময় কয়েক দফা সাক্ষাৎ হয় দুই নেতার। ২০০৫ সালে ১৪ দল থেকে বের হয়ে যায় গণফোরাম। এরপর থেকে আওয়ামী লীগ সভানত্রীর সঙ্গে তার আর সাক্ষাৎ হয়নি। ১৯৯২ সালে গণফোরাম গঠনের আগে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের সাক্ষাৎ হচ্ছে একদশক পর। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এ নেতা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় ২০০৮ সালে দলীয় মনোনয়ন বঞ্চিত হন। তাকে কেন মনোনয়ন দেয়া হয়নি তা জানতে ওই বছরের শেষের দিকে তিনি সূধাসদনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন।

ওই বছর দলীয় মনোনয়ন না পাওয়ার মনোকষ্ট নিয়ে তিনি রাজনীতি থেকে অনেকটা নিজেকে গুটিয়ে নেন। দলের পরবর্তী কাউন্সিল অধিবেশনেও আর অংশ নেননি। এরপর থেকে আওয়ামী লীগের সঙ্গে আর তার সাংগঠনিক যোগাযোগ নেই। আওয়ামী লীগ থেকে দূরে সরে গেলেও তিনি অন্য কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত হননি। সর্বশেষ জাতীয় ঐক্যপ্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে তিনি বৃহৎ রাজনৈতিক ঐক্য গড়ায় তৎপর হন।

শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের আরেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার সর্বশেষ সাক্ষাৎ হয় ২০০৮ সালে। দলীয় মনোনয়ন সংক্রান্ত বিষয়ে কথা বলতে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে তিনি সূধাসদনে গিয়েছিলেন। ওই বছর দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি দলীয় কার্যক্রম থেকে দূরে সরে যান। পরবর্তী কাউন্সিলেও অংশ নেননি। নবায়ন করেননি দলের সদস্য পদও। কিছু দিন নিষ্ক্রিয় থাকার পর নাগরিক ঐক্য গঠন করে তিনি রাজনীতিতে সরব হন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com