বাংলা৭১নিউজ, ডেস্ক: দুর্দান্তভাবে বেলজিয়ামকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠে গেছে ওয়েলস। এদিন ১৩ মিনিটে পিছিয়ে পড়েও ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন বেলরা। দেশটির ফুটবল ইতিহাসে এই প্রথম বড় কোনো আসরের সেমিফাইনালে ওঠার নজির।
গতকাল নাইনগোগলানের গোলে শুরুতে এগিয়ে যায় বেলজিয়াম। ৩০ মিনিটে উইলিয়ামসের গোলে সমতায় ফেরে ওয়েলস। ৫৫ মিনিটে রবসন কানু ব্যবধান বাড়ান। এর পর ম্যাচের শেষ দিকে ভোকস ৩-১ করেন।
ওয়েলসের এই সেমির যাত্রায় একটা রেকর্ডও করে ফেলল তারা। ইউরো চ্যাম্পিয়নশিপের অভিষেকেই দ্বিতীয় দল হিসেবে সেমিতে উঠল দলটি। এর আগে ১৯৯২ সালে এই আসরে খেলতে নেমে সেমিতে ওঠার যোগ্যতা অর্জন করেছিল সুইডেন।
বাংলা৭১নিউজ/সিএইস