বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আজকে একটা অজ্ঞাত টেলিফোন আসলো। ফোনে একটি ছেলে বলল, আমরা যারা যুদ্ধ করছি, গণতন্ত্রের জন্য লড়াই করছি। এই যুদ্ধে জয়লাভ করলে আমাদের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিতে হবে।’
শুক্রবার বিকেল তিনটায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশে এ কথা জানান তিনি।
গয়েশ্বর বলেন, ‘ওর কথা শুনে ভালো লাগলো এই কারণে যে, যুদ্ধ করেছি আমরা ১৯৭১ সালে, গণতন্ত্রের যুদ্ধ। ৫১ বছর পর আবার সেই গণতন্ত্রের জন্য আমাদের যুদ্ধ করতে হচ্ছে। এই গণতন্ত্রের যুদ্ধ অবশ্যই মুক্তিযুদ্ধ হিসেবে আগামীতে বিবেচিত হতে পারে। সেটা বিবেচনা করার দাবিও আমি রাখব।’
তিনি বলেন ‘আপনারা বলছেন, শেখ হাসিনার পদত্যাগ না করে আমরা ঘরে ফিরে যাব না। কথা ঠিক আছে তো? আপনারা থাকবেন তো?’
সেখানে সবাই সমস্বরে সম্মতি জানান। সমাবেশে উপস্থিত সবাইকে আন্দোলনে থাকার আহ্বান জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচবি