বাংলা৭১নিউজ, চট্টগ্রাম প্রতিনিধি: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই আঘাত গণতন্ত্রের প্রতি, বাংলাদেশের রাজনীতিতে মুক্তচিন্তা যাঁরা করেন, যাঁরা এই সরকারের খারাপ কাজগুলোর বিরোধিতা করেন এবং গণতন্ত্রের প্রতি সোচ্চার হন তাঁদের প্রতি। এ আঘাত জাতীয়তাবাদী রাজনীতির ওপর। এই আঘাতের পর আজকে আওয়ামী লীগের চরিত্র আরও বেশি উন্মোচিত হয়েছে। আওয়ামী লীগ সব সময় গণতন্ত্রের কথা বলে। কিন্তু তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সহনশীলতা বলতে তাদের মধ্যে কোনো কিছু নেই।’
রোববার বেলা পৌনে একটার দিকে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল এ মন্তব্য করেন।
রাঙ্গামাটি যাওয়ার পথে রবিবার সকাল ১০টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় মির্জা ফখরুলের গাড়িবহর হামলার শিকার হয়। এরপর তিনি রাঙ্গামাটি না গিয়ে চট্টগ্রামে ফিরে এসে সংবাদ ব্রিফিং করেন। এ সময় তাঁর সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান রুহুল আলম চৌধুরী ও গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ কেন্দ্রীয় ও চট্টগ্রাম বিএনপির অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা রাঙ্গুনিয়া থানা পার হয়ে গেছি। রাঙ্গুনিয়ার ইছাখালী বাজারে যেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে আমরা দেখলাম ৩০-৪০ যুবক লাঠিসোঁটা, হকিস্টিক, রামদা এবং পাথর নিয়ে আমাদের গাড়ি আক্রমণ করল। তারা অনবরত হকিস্টিক ও লাঠি দিয়ে আঘাত করে গাড়ির কাচ ভেঙে ফেলে। শামীমের (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান) মাথায় আঘাত করে। তাঁর মাথা ফুলে গেছে। আমীর খসরু সাহেবের হাত রক্তাক্ত হয়েছে। রুহুল আলম চৌধুরী সাহেবের ঘাড়ে আঘাত লেগেছে। আমিও আঘাত পেয়েছি।’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আক্রমণের ঘটনা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে। এটা অবিশ্বাস্য মনে হচ্ছে। আমাদের পর্যায়ে যদি এই আক্রমণ হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী, সেটা আপনারা (সাংবাদিক) বুঝে নিন।’
মির্জা ফখরুল আরও বলেন, ‘আমাদের দুর্ভাগ্য, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যে ভাষায় কথা বলেন, তিনি অনেক কথা বলেছেন। তাঁরা আমাদের কোনো স্পেস (সুযোগ) দিচ্ছেন না। রাঙামাটিতে ১৫৬ জন মারা গেছেন। এটা সরকারের হিসাব। আওয়ামী লীগের উচিত ছিল জাতীয় শোক দিবস ঘোষণা করা। এত মানুষ মারা যাওয়ার পর প্রধানমন্ত্রী বিদেশে চলে গেলেন। জনগণের প্রতি মায়ামমতা ও জবাবদিহি নেই তাঁদের।’
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের লোকজন হামলা করেছে। আর রাঙ্গুনিয়ার এমপির (হাছান মাহমুদ) ইন্ধন আছে কি না, সেটা আপনারা তদন্ত করে দেখবেন।
বাংলা৭১নিউজ/জেএস