আসন্ন ঈদকে সামনে রেখে তৈরি হয়েছে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। বরাবরের মত এবারের আয়োজনেও থাকছে একঝাঁক তারকার উপস্থিতি। জনপ্রিয় এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক ফেরদৌস।
জানা গেছে, ‘আনন্দমেলা’র এবারের আয়োজনে ‘আমার নাম মিস বুবলী’ ও প্রহেলিকা ছবির ‘মেঘের নৌকা তুমি’ গানে একসঙ্গে নাচবেন অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী।
এছাড়া কিংবদন্তি চিত্রনায়ক ফারুককে উৎসর্গ করে তার অভিনীত সিনেমার জনপ্রিয় তিনটি গানের কোলাজের সঙ্গে নাচবেন চিত্রনায়িকা দিঘী ও চিত্রনায়ক আদর আজাদ। ফারুক অভিনীত ‘সব সখিরে পার করিতে’, ‘তুমি আমার মনের মাঝি’,‘তুমি ডুব দিওনা জলে কন্যা’ গান তিনটির কোলাজের সঙ্গে নাচতে দেখা যাবে তাদেরকে।
আনন্দমেলায় অংশ নিয়ে অপু বিশ্বাস বলেন, আনন্দমেলা তো আমাদের ঐতিহ্যবাহী অনুষ্ঠান। বাংলাদেশের ঘরে ঘরে এই অনুষ্ঠানের দর্শক।অনুষ্ঠানটিতে অংশ নিয়ে দারুণ আনন্দ পেয়েছি।
অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর। এস. এম. হারুন-অর-রশীদের পরিকল্পনা ও গ্রন্থনায় এবারের ঈদ আনন্দমেলা পরিচালনা করবেন মাহফুজার রহমান।
বাংলা৭১নিউজ/এসএইচবি