বাংলা৭১নিউজ,ঢাকা: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়েছে।
আগামী তিন থেকে চার ঘণ্টার মধ্যে এটি পুরোপুরি উপকূপ অতিক্রম করবে।
ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরের আগের ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ সকালে আবহাওয়ার বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সকাল ৬টার দিকে সীতাকুণ্ড দিয়ে চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে শুরু করেছে।
তবে এটি আরও উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে পরবর্তী তিন থেকে চার ঘণ্টার মধ্যে পুরোপুরি উপকূল অতিক্রম করবে।
এ সময় বৃষ্টি ঝরিয়ে নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। নিম্নচাপের প্রভাবে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বইছে দমকা ও ঝড়ো হাওয়া। সকালেও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে।
নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাসমূহ এবং তার অদূরবর্তী দ্বীপ ও চর এলাকায় ভারী বর্ষণসহ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এদিকে সাগর বেশ উত্তাল রয়েছে। কোথাও কোথাও জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে দুই ফুট বেশি উচ্চতায় উপকূলে আছড়ে পড়ছে।
উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
বাংলা৭১নিউজ/এন