বাংলা৭১নিউজ, ঢাকা: উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই এই বাজেট। আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট নিয়ে গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, ‘নিঃসন্দেহে এটা উন্নয়নমুখী বাজেট। আমাদের গত সাড়ে আট বছরে, বর্তমান সরকারের উন্নয়নের যে ধারাবাহিকতা সেটাকে বজায় রাখার জন্যই বাজেট প্রস্তুত করা হয়েছে। আমরা ইতিমধ্যেই ৭দশমিক শূন্য ৫ শতাংশ জিডিপির প্রবৃদ্ধি অর্জন করতে পেরেছি। আমাদের আগামী বছরের লক্ষ্য হচ্ছে ৭ দশমিক ২৪ শতাংশে উন্নীত করা। সেই লক্ষ্যমাত্রা নিয়েই আমাদের এই বাজেট প্রণয়ন করা হয়েছে।’
বাংলা৭১নিউজ/জেএস