শুক্রবার, ১৭ মে ২০২৪, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিলেটে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, একজনের মৃত্যু নিজেদের ট্যাংক থেকে ছোড়া গোলার আঘাতে ৫ ইসরায়েলি সেনা নিহত বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদীয় কূটনীতি কার্যকর হাতিয়ার এআই ভিডিওর ফাঁদে ভারতের রাজনীতি কোরবানির চাহিদার চেয়ে ২২,৭৭,৯৭৩ অতিরিক্ত গবাদিপশু প্রস্তুত কক্সবাজারের আদলে সাজবে পতেঙ্গা ছিনতাই হতে যাওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করলেন ট্রাফিক পুলিশ সদস্য ‌‘হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধে ব্যবস্থা নেওয়া হবে’ কেস খেলবা আসো, নিপুণকে ডিপজল পর্যটন খাতে তুরস্ককে বিনিয়োগের আহ্বান মন্ত্রীর গাজায় ১৫ হাজারের বেশি শিশু নিহত বিদেশি ঋণনির্ভর প্রকল্পের অগ্রগতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির মুনাফা বেড়েছে পাপুলের শ্যালিকা ও দুই কর কর্মকর্তার বিরু‌দ্ধে দুদকের মামলা ‘কাক পোশাকে’ কানের লাল গালিচায় ভাবনা ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৩ বুদ্ধ পূর্ণিমা ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই : ডিএমপি কমিশনার ‘মাদক সম্রাজ্ঞী’ লাবনীসহ গ্রেপ্তার ৭ ‘ডো‌নাল্ড লু ঘুরে যাওয়ায় বিএনপির মাথা খারাপ হয়ে গেছে’ রূপপুর-মেট্রোরেলসহ ১০ প্রকল্পেই বরাদ্দ ৫২ হাজার কোটি

উত্তাল শাবি ক্যাম্পাস: প্রতিবাদে বিক্ষোভ মিছিল-মানববন্ধন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ৪ মার্চ, ২০১৮
  • ৩০৮ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, শেখ আব্দুল মজিদ, সিলেট অফিস:  প্রফেসর ড. মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার ঘটনায় সকাল থেকে ফের উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ক্যাম্পাস।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকাল ১০ টার দিকে ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন  ও বিক্ষোভ মিছিল করেছে

এই বিক্ষোভের মিছিলে পর ক্যাম্পাসে আর দুটি মানববন্ধন করবে। এর মধ্যে শিক্ষকদের পক্ষ থেকেও একটি কর্মসূচি পালন করা হবে।

হামলার প্রতিবাদে আজ রোববার সিলেটে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এদিকে, ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় সর্বত্রই ক্ষোভ বিরাজ করছে।  রাতে সিলেটের গণজাগরণ মঞ্চ বিক্ষোভ করেছে।  আজ বিকেলে সিলেটে সমাবেশ সহ নানা কর্মসূচির আয়োজন চলছে।

 

হামলায় ঘটনায় মামলা, আটক ১

লেখক-শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জালালাবাদ থানায় মামলা দায়ের করা হয়েছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) রেজিস্ট্রার ইশফাকুল হোসেন শনিবার রাত ১২টার পর জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জালালাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেছিলেন। ওই অভিযোগটি আজ রোববার দুপরে মামলা হিসেবে রেকর্ড হয়েছে।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ দুপুরে জালালাবাদ থানায় মামলা রেকর্ড হয়েছে।

এর আগে রোববার সকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রক্টর জহির উদ্দিন আহমদ জানিয়েছিলেন, জাফর ইকবালের ওপর হামলাকারী আটককৃত যুবককে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ্য করে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। হামলার প্রত্যক্ষদর্শী দুই শিক্ষক সাইফুল ইসলাম ও রিতেশ্বর তালুকদারের বরাতে থানায় এই অভিযোগ দেয়া হয়। এ দিকে জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকাল থেকে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন।

ড. জাফর ইকবারে উপর হামলাকারী ফয়জুর রহমানের গ্রামের বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব। আজ রোববার ভোরে সুনামগঞ্জের দিরাইয়ের কলিয়ার কাপন ইউনয়নের জগদল গ্রামে অভিযান চালিছে  ফয়জুরের চাচা আব্দুল কাহার (৫০ কে আকট করে র‌্যাব।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com