রাজধানীর উত্তরায় ভোর রাতে ছিনতাইকারীর কবলে পড়েছেন দুই সহোদর। এসময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে দেলোয়ার হোসেন (৩০) নিহত হয়েছেন। পরে ছিনতাইকারীকে জাপটে ধরতে গিয়ে আহত হয়েছেন নিহতের ছোট ভাই আনোয়ার হোসেন (২৭)।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তরায় ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। আহত আনোয়ার চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত জড়িত কোনো ছিনতাইকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উত্তর পশ্চিম থানার ওসিম মুহাম্মদ মাসুদ আলম জানান, উত্তরার দিকে বাসা বাড়ির মালামাল নিয়ে যাচ্ছিল দুই ভাই দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন। উত্তরায় ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনে ছিনতাইকারীরা তাদের পিকআপ ঘিরে ধরে দেলোয়ারকে ছুরি দিয়ে আঘাত করে। এসময় আনোয়ার পিকআপ থেকে নেমে এক ছিনতাইকারীকে জাপটে ধরলে তাকেও ছুরিকাঘাত করা হয়। পরে ছিনতাইকারী সেখান থেকে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় পুলিশ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের ছোট ভাই আনোয়ারের শারীরিক অবস্থা এখন ভালো।
ওসি জানান, ভুক্তভোগীরা সহোদর। দেলোয়ার ও আনোয়ারের বাড়ি ময়মনসিংহে। তাদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রকৃয়াধীন। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
বাংলা৭১নিউজ/এসএকে