বাংলা৭১নিউজ,ঢাকা : রাজধানীর উত্তরায় রাজলক্ষ্মীর পাশে আলাউদ্দিন টাওয়ারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু লোকের প্রাণহানির আশঙ্কা করছে স্থানীয়রা।
বিস্ফোরণের পরই ভবনটিতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, র্যাব ও পুলিশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নির্বাপনের চেষ্টা চালায়।
ভবনে আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বিকাল সোয়া ৬টার দিকে উত্তরা আলাউদ্দিন টাওয়ারের দোতলায় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় মার্কেটে অবস্থানরত ক্রেতা ও ব্যবসায়ীরা দিকবেদিক ছোটাছুটি করতে থাকে। মার্কেটের নিচের তলায় ও রাস্তার লোক দৌড়িয়ে নিরাপদ জায়গায় চলে যায়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে জানানো হয়, খবর পাওয়ার সাথে সাথেই আমাদের লোকজন পাঠানো হয়েছে। তারা আগুন নির্বাপন ও ভবনে আটকেপড়াদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।
বাংলা৭১নিউজ/সিএইস