বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় পাউবো’র কাজে দূর্নীতি: ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রতিমন্ত্রীর স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে গুলি, অবস্থা আশঙ্কাজনক টিসিবির জন্য ১০ হাজার টন মসুর ডাল কিনছে সরকার কিশোরীকে ধর্ষণের পর হত্যা, মৌলভীবাজারে দুজনের মৃত্যুদণ্ড রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা চালাতে পাহাড়ে আস্তানা গাড়েন আরসা সদস্যরা দুরারোগ্য রোগে আক্রান্তদের দ্রুত আর্থিক সহায়তা দেওয়ার সুপারিশ ২য় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬ প্রার্থী ফের চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, একদিনে কাড়লো ৩ প্রাণ খালে ময়লা ফেললে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আতিক ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার সিদ্ধান্ত বিশ্বকাপ খেলতে রাতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল গাইবান্ধায় ধান কাটার সময় বজ্রপাতে দুইজনের মৃত্যু বাংলাদেশ ব্যাংকে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে কঠোর আন্দোলন জাল জন্মনিবন্ধন তৈরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার কুড়িল বিশ্বরোডে পোশাক শ্রমিকদের অবরোধ, তীব্র যানজট দেশের ১৩ গুণীজনকে সম্মাননা প্রদানের উদ্যোগ রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে এক লাখ ৭০ হাজার টন সার কিনবে সরকার খুলনা বিভাগে বিদ্যুতের ২৫টি উপকেন্দ্র, ব্যয় হবে ৬০৮ কোটি টাকা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চায় যুক্তরাষ্ট্র আত্মসমালোচনা ছাড়া প্রকৃত মানুষ হওয়া সম্ভব নয়: ধর্মমন্ত্রী

উগ্র জাতীয়তাবাদ ও চীনের প্রভাবে বন্ধু কমছে ভারতের: ডয়চে ভেলে

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ১৩৪ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ডেস্ক: প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ, নেপাল এবং মালদ্বীপ ঐতিহাসিকভাবেই ভারতের বন্ধু৷ কিন্তু সাম্প্রতিক সময়ে পরিবর্তনের ইঙ্গিত দেখা গেছে৷ ভারতের কি তবে বন্ধু কমছে? কাঠমান্ডুতে বিমসটেক সম্মেলনে যোগ দিয়ে ফিরে আসার পরই বড় এক ধাক্কা খেলেন মোদী, ধাক্কা খেলো তাঁর সরকার৷ কথা ছিল ভারতে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের যৌথ মহড়ায় শামিল হবে বিমস্টেকভুক্ত সাতটি দেশ৷ শেষ মূহুর্তে নেপাল ও থাইল্যান্ড বেঁকে বসলো৷

ফলে দিল্লি পড়ে যায় অস্বস্তিতে৷ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমনকল্যাণ লাহিড়ি মনে করেন, এর কারণ মোদী সরকারের উগ্র জাতীয়তাবাদ এবং চীনের প্রভাব৷

সাম্প্রতিক বিমসটেক সম্মেলনে যোগ দিয়ে আসার পর মোদী সরকার নেপাল ও থাইল্যান্ডের কাছ থেকে এটা আশা করেনি৷ বিমসটেক অধিবেশনে একটা বড ইস্যু ছিল সন্ত্রাস৷ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বিমস্টেক দেশগুলির সহযোগিতার ওপর জোর দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী৷

ঠিক ছিল এ মাসেই ভারতের পুনেতে বিমস্টেকভুক্ত ৭টি দেশের (ভারত, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার, থাইল্যান্ড, শ্রীলংকা ও ভুটান) যৌথ সামরিক মহড়ায় যোগ দেবে৷ তাতে বিমসটেকের প্রত্যেকটি দেশ পাঠাবে পাঁচজন অফিসারসহ তিরিশ জনের সেনাদল৷ তাতে রাজি হয়েও শেষ মূহুর্তে নেপাল ও থাইল্যান্ড পিছু হটলো৷ জানিয়েছে, তারা সেনা পাঠাতে পারবে না৷ বড়জোর পর্যবেক্ষক পাঠাতে পারে৷

এই ধরনের উত্তর বিশেষ করে নেপালের কাছ থেকে দিল্লি আশা করেনি, কারণ, নেপাল ঐতিহাসিক এবং অর্থনৈতিক কারণে চিরদিনই ছিল ভারতের ঘনিষ্ট বন্ধু৷ কাছের দেশ৷ নেপাল অভ্যন্তরীন রাজনৈতিক চাপের যে কারণটা দেখিয়েছে, কূটনৈতিক দিক থেকে তা ধোপে টেকে না, কারণ, এই সেপ্টেম্বর মাসেই ভারতের নাকের ডগা দিয়ে চীনের সঙ্গে ১২ দিনের সামরিক মহড়ায় অংশ নিচ্ছে নেপাল৷ সন্ত্রাসবিরোধী অভিযানে চীনের চেংডুতে সাগরমাথা ফ্রেন্ডশিপ মহড়ায় যোগ দিচ্ছে নেপাল৷

চলতি বছরে ক্ষমতায় আসার পর নেপালের প্রধানমন্ত্রী কে.পি ওলি দেশের পররাষ্ট্র নীতিতে চীনকে অগ্রাধিকার দেবার কথা বলেছিলেন৷ বলেছিলেন, একটি দেশের উপর নির্ভর করতে চায় না নেপাল৷ গত কয়েক মাসে নেপাল যে ক্রমশই ঝুঁকেছে চীনের দিকে, সেই ইঙ্গিত স্পষ্ট৷ কিছুদিন আগেই চীন নিজেদের বন্দর খুলে দিয়েছে নেপালের জন্য৷ পরিবহণ ও যোগাযোগ বাড়াতে চীন-নেপাল সমঝোতাপত্র সই হয় আর তারপরই ভারতের সন্ত্রাসবিরোধী যৌথ সামরিক মহড়া বয়কট করলো নেপাল৷

এর সম্ভাব্য কারণ কী হতে পারে জানতে চাইলে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ি ডয়চে ভেলেকে বলেন, ‘‘প্রাথমিকভাবে এর পেছনে দুটো দৃষ্টিভঙ্গি কাজ করছে৷ একটা জাতীয় দৃষ্টিভঙ্গি, আরেকটা আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি৷ জাতীয় দৃষ্টিভঙ্গিতে যেখানে উগ্র জাতীয়তাবাদের প্রকাশ ঘটেছে, সেখানে তার প্রতিবেশী রাষ্ট্রগুলি অনেকটা দূরে সরে গেছে উগ্র জাতীয়তাবাদের কারণে৷ যেমন জার্মানি,  ইটালি, জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে৷

এখনো দক্ষিণ-পূর্ব এশিয়া বা প্রশান্ত মহাসাগরীয় এলাকার অনেক দেশ জাপান থেকে দূরত্ব বজায় রেখেছে৷ যদিও জাপান সেটা কমিয়ে আনার চেষ্টা করছে৷ অন্যদিকে আমরা দেখছি, বিগত কয়েক বছরে ভারতের রাজনীতিতে একটা উগ্র জাতীয়তাবাদ এবং ভারতকেন্দ্রিক মতবাদ বা অন্য মতাদর্শের প্রতি অসহিষ্ণুতার প্রকাশ ঘটেছে৷ এটা ভারতের পক্ষে ক্ষতিকর৷ এর কারণে অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গে সার্কের বিভিন্ন আলোচনায় জটিলতা সৃষ্টি হয়েছে৷ বাংলাদেশ, নেপাল, ভুটান এবং শ্রীলংকার সঙ্গে দূরত্ব বেড়েছে৷”

‘‘বর্তমানে নেপালের উপর চীন ও পাকিস্তানের প্রভাব যথেষ্ট বেশি৷ চীন থাকলে পাকিস্তানের প্রভাবও থাকে৷ নেপালের সঙ্গে চীনের যোগাযোগ যেমন, রাস্তাঘাট নির্মাণের যৌথ উদ্যোগ তৈরি হয়ে গেছে৷ লাসা থেকে কাঠমান্ডু পর্যন্ত রাস্তা তৈরি সমস্ত কিছুই হচ্ছে চীনের উদ্যোগে৷ এটা ভারতের পক্ষে ক্ষতিকর৷ নেপাল একটা রাষ্ট্র হিসেবে স্বাধীনভাবে কাজ করতে পারছে না৷ ভারত যদি প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করতে চায়, তাহলে বিশেষ পরিকল্পনার প্রয়োজন৷ আন্তর্জাতিক প্রেক্ষাপটে দুটোকে মিলিয়ে একটা বিদেশনীতি দরকার৷ বিশ্বের মানচিত্রে প্রতিবেশী দেশগুলি থেকে ভারত যদি আলাদা হতে না চায়৷” ডয়চে ভেলেকে বললেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ি৷

নেপালের এই অবস্থান ভালো চোখে দেখছে না দিল্লি৷ কড়া বার্তা দিয়ে সে কথা জানিয়েছে। অভ্যন্তরীন বাধ্যবাধকতা একটা অজুহাতমাত্র, কারণ, ওলি সরকারের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে৷ দিল্লি অবশ্য আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত কোনো প্রতিবাদপত্র পাঠায়নি৷ দিল্লির নেপালী দূতাবাসও এই নিয়ে উচ্চবাচ্য করেনি৷ তবে কূটনৈতিক মহল মনে করছে, ভারত-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট চাপের মধ্যে রয়েছে৷ নেপালের স্বার্থে ভারত-নেপাল ভৌগোলিক অবস্থানকে অস্বীকার করা যায় না৷ তাই নেপাল এখন উভয় সঙ্কটে৷ শ্যাম রাখি না কূল রাখি অবস্থা৷

পাশাপাশি প্রতিবেশী মলদ্বীপের সঙ্গেও চলছে ভারতের সংঘাত৷ ভারতের সঙ্গে দীর্ঘকালীন দ্বিপাক্ষিক সুসম্পর্ক আজ পদে পদে বিপন্ন৷ অথচ ১৯৬৫ সালে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র মালদ্বীপের স্বাধীনতাকে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভরত৷ প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল ভারত৷ অর্থনৈতিক বিকাশে সাহায্যের দুই হাত বাড়িয়ে দিয়েছিল ভারত৷ ২০০৪ সালের সুনামিতে বিধ্বস্ত মালদ্বীপে প্রথম ত্রাণ সাহায্য নিয়ে যায় দিল্লি৷ রাজনৈতিক জরুরি অবস্থায় বিরোধী দলগুলি চেয়েছিল ভারত হস্তক্ষেপ করুক৷

কিন্তু দিল্লি সেই ঝুঁকিটা নিতে ইতঃস্তত করেছিল৷ বর্তমান মালে সরকার তখন থেকেই চীনের দিকে ঝুঁকতে শুরু করে৷ সম্প্রতি মালদ্বীপে মোতায়েন ভারতীয় হেলিকপ্টার সরিয়ে নিয়ে যেতে বলেছে মালদ্বীপের নতুন সরকার৷ অন্যদিকে চীন সেখানে বানাচ্ছে নতুন বিমানঘাঁটি৷ এর মূল কারণ ঐ একটাই৷ শক্তিশালী চীনের ছায়া এই অঞ্চলে আধিপত্য বিস্তার করতে দৃঢপ্রতিজ্ঞ৷ তা সে শ্রীলংকা হোক, নেপাল হোক, ভূটান হোক, বাংলাদেশ হোক বা মালদ্বীপ৷সূত্র: ডয়চে ভেলে।

বাংলা৭১নিউজ/এসএইচ

 

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com