পশ্চিম উগান্ডার ক্যাসেসে জেলায় একটি সড়ক দুর্ঘটনায় ৩২ জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। বুধবার দেশটিতে কাজ করা একটি মানবাধিকার সংস্থা এ খবর জানিয়েছে। উগান্ডা রেডক্রস সোসাইটির যোগাযোগ কর্মকর্তা আইরিন নাকাসিটা আজ বুধবার বলেছেন, দাফনের জন্য যাত্রী বহনকারী একটি ট্রাক ও একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরো বলেন, যে রাস্তায় দুর্ঘটনা ঘটেছে সে রাস্তাটি সরু, নির্মাণাধীন এবং অন্ধকার ছিল। ঘটনার সময় প্রথমে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ক্যাসেসে থেকে আসা আরো দুটি লরি দুর্ঘটনায় পড়ে থাকা গাড়ি দুটিতে আঘাত করে। বুন্দিবুগিয়োর আরো একটি গাড়ির এ চারটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলের মোট পাঁচটি গাড়ি বিধ্বস্ত হয়। এ সময় পাঁচ জন আহত হন এবং ৩২জন মারা যান।
৩২জনের মৃতদেহ কিলম্ব হাসপাতালে নেওয়া হয়েছে এবং বেঁচে থাকা পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রতি বছর প্রায় ২০ হাজার সড়ক দুর্ঘটনা ঘটে। এতে দুই হাজারেরও বেশি লোক প্রাণ হারায়।
বাংলা৭১নিউজ/সর