কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে হাফেজ মাহবুব (২৭) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ক্যাম্পের ১২ জি-৭ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হাফেজ মাহবুব ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক/ডি-৯ এর সৈয়দ আমিনের ছেলে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, পাঁচ-ছয় জনের একটি অস্ত্রধারী দল সন্ধ্যায় মাহবুবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে পালিয়ে যায়। মাহবুবের বুকে গুলি লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও বলেন, নিহত মাহবুব ক্যাম্পে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। প্রশাসনকে বিভিন্ন কাজে সহযোগিতা করতেন তিনি। এ কারণে সন্ত্রাসীরা তাকে হত্যা করতে পারে।
বাংলা৭১নিউজ/এসএইচ