বাংলা৭১নিউজ,ঢাকা: টিম ম্যানেজমেন্টের ইচ্ছায় শেষ পর্যন্ত উইকেটের পেছন থেকে সরে দাঁড়িয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। এবারের শ্রীলংকা সফরে টেস্ট সিরিজে অধিনায়ক মুশফিক খেলবেন শুধু বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে। উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে খেলবেন লিটন দাস।
গণমাধ্যমের কাছে বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত অনুযায়ী মোরাতুয়ার টাইরনে ফার্নান্ডো স্টেডিয়ামে আজ থেকে শুরু হওয়া দুই দিনের প্রস্তুতি ম্যাচ থেকেই উইকেটের পেছনে থাকবেন না মুশফিক।
তবে ক্যারিয়ারের ৫২ টেস্টের ৪৭টিতেই বাংলাদেশ দলের মূল উইকেটকিপার থাকা মুশফিক বিষয়টি সহজে মেনে নেননি বলে জানা গেছে।
তবে এ বিষয়ে তেমন কোনো মন্তব্য করেননি মুশফিক। গণমাধ্যমের কাছে তিনি বলেছেন, ‘ম্যানেজমেন্ট যখন সিদ্ধান্ত দিয়েছে, সেটা তো মানতেই হবে। আর দলের প্রয়োজনে যেকোনো সিদ্ধান্ত মেনে নিব।’
২০০৭ সালে কলম্বোর পি সারাভানামুত্তু স্টেডিয়ামে উইকেটকিপার হিসেবে মুশফিকের আন্তর্জাতিক অভিষেক। খালেদ মাসুদকে বসিয়ে কিপিংয়ের দায়িত্ব দেয়া হয়েছিল তাকে। সেই থেকে উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকের যাত্রা শুরু। মুশফিকের যে মাঠে প্রথম কিপিং গ্লাভস পরা, এবার সেই পি সারাভানামুত্তু স্টেডিয়ামেই টাইগাররা তাদের শততম টেস্ট ম্যাচ খেলবে।
বাংলা৭১নিউজ/সিএইস