বাংলা৭১নিউজ, ডেস্ক:উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ বিশেষজ্ঞ সতর্কবাণী করেছেন, আগামী বছরের মধ্যে এটা ব্যবহারোপযোগী হতে পারে।
উ. কোরিয়া শনিবার গুয়াম পর্যন্ত মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানতে সক্ষম মধ্য পাল্লার মুসুদান ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়।
তবে পরীক্ষা সফল হয়নি। কারণ এটা উৎক্ষেপণের পরপরই বিস্ফোরিত হয়। তারপরও এটা উত্তরের ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার নিষিদ্ধ করতে জাতিসংঘ প্রস্তাবের লংঘন।
উ. কোরিয়ার প্রধান মিত্র চীনের সমর্থনে সর্বসম্মতিক্রমে নেয়া এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ সোমবার এ পরীক্ষার ‘তীব্র নিন্দা’ জানায়। এতে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে তাদের আন্তর্জাতিক বিধিনিষেধের ব্যাপক লংঘন বলে উল্লেখ করা হয়।
পরিষদের সদস্যরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ এবং আরো উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়ার ব্যাপারে একমত হয়।
উ. কোরিয়া ২০০৬ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর পর দেশটির ওপর পাঁচ দফা অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে জাতিসংঘ। গত জানুয়ারিতে চতুর্থ পারমাণবিক পরীক্ষা চালানোর পর পিয়ংইয়ংয়ের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব গ্রহণ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
বাংলা৭১নিউজ/এস