বাংলা৭১নিউজ,ডেস্ক: ঈদের নামাজ ঘরেও পড়া যায় বলে মন্তব্য করেছেন সৌদি আরবের গ্রান্ড মুফতি এবং সৌদি বৈজ্ঞানিক ও গবেষণা কাউন্সিলের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখ।
আরব নিউজ এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অস্বাভাবিক অবস্থায় বিশেষ করে বর্তমান করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদুল ফিতরের নামাজ নিজের ঘরে পড়ে নেয়াই উত্তম হবে।
তিনি বলেন, অন্যান্য নামাজ যেমন একাকি ও জামাতের সঙ্গে পড়া যায়, তেমন ঈদের নামাজও একাকি নিজের ঘরে আদায় করা যাবে।
এই সংকটময় পরিস্থিতিতে বেশিরভাগ সময় নিজের ঘরে অবস্থান করে মা-বাবা ও নিজের সন্তানদের সঙ্গে সময় অতিবাহিত করার জোর আহ্বান জানান সৌদির এ গ্রান্ড মুফতি।
প্রসঙ্গত, করোনা সংক্রমণ ও বিস্তার রোধে সৌদি সরকার পাঁচ ওয়াক্ত নামাজ এবং তারাবি, সৌদির প্রধান দুই মসজিদসহ সব মসজিদে সীমিত করে দিয়েছিল। পরিস্থতির উন্নতি না হওয়ায় আসন্ন ঈদুল ফিতরের দিনও দেশটিতে কারফিউ জারি থাকবে বলে ঘোষণা করা হয়েছে। জিয়ো নিউজ।
বাংলা৭১নিউজ/এবি