বাংলা৭১নিউজ,(ভোলা)প্রতিনিধি: ভোলায় মো. হানিফ মিজি (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের সদস্যকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত হানিফ মিজি ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান ইউপি সদস্য।
বুধবার সকালে ভেদুরিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হেতনার হাট নামক এলাকার খাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ঈদের বাজার করার জন্য বাড়ি থেকে ভোলা শহরের উদ্দেশে রওনা হন। রাতে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে খুন করে খালের পানিতে লাশ ফেলে দেয়।
ভোলা মডেল থানা পুলিশের ওসি মো. ছগির মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে স্থানীয়রা লাশ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সেটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে কোনো ধারালো ছুরি দিয়ে তাকে হত্যা করার হয়েছে। তবে বিষয়টির তদন্ত চলছে।
বাংলা৭১নিউজ/পি.আর