বাংলা৭১নিউজ,ঢাকা: গুলিস্তানের পর মালিবাগে পুলিশের গাড়িতে হামলা, দেশবাসী ঈদুল ফিতরে শঙ্কামুক্তভাবে ঈদ উদযাপন করতে পারবেন কি-না এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ঈদ অবশ্যই শঙ্কামুক্ত হবে।
বুধবার বিকেলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন মন্ত্রী।
ঈদের সময়কার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মন্ত্রী বলেন, অবশ্যই সবাই শঙ্কামুক্তভাবে ঈদ উদযাপন করতে পারবেন। ঢাকা-চট্টগ্রামসহ অনেক জায়গায় মানুষজন নিশ্চিন্তভাবে সারারাত ঈদের শপিং করছেন। নিরাপত্তার বিষয়ে নিরাপত্তাবাহিনী, গোয়েন্দা বাহিনীর সজাগ। পাশাপাশি বাংলাদেশের জনগণও সজাগ।
মালিবাগে পুলিশের গাড়িতে বোমা ফাটানোর জঙ্গিরা নিজেদের শক্তি জানান দিয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমরা এ ধরনের ঘটনা মোকাবেলার জন্য সব সময় তৈরি থাকি। আমাদের গোয়েন্দারাও তৈরি থাকে, আইন-শৃঙ্খলা বাহিনীও তৈরি থাকে। আমরা কখনও বলিনি আমাদের দেশ জঙ্গিমুক্ত হয়েছে, আমরা সবসময় বলেছি আমরা জঙ্গিদের সক্ষমতা শেষ করেছি। সে কারণেই তারা এখনও বড় কোন কাজ করতে পারেনি, তবে তাদের ওপর থেকে নাড়া দেয়ার জন্য কেউ হয়তো এ ধরনের ঘটনা ঘটাতে পারে।
‘মালিবাগের ঘটনার তদন্ত হচ্ছে তদন্ত শেষ হলে শিগগিরই যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়ে আমরা বলতে পারবো’, যোগ করেন তিনি।
ফেনীসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নানা সময় অপকর্ম করে থাকে। এর দায়ভার বাহিনীর ওপর বর্তায়। সরকার এসব বিষয়ে কি ধরনের পদক্ষেপ নেবে যাতে কেউ এ ধরনের ঘটনা না ঘটাতে পারে? জবাবে মন্ত্রী বলেন, ‘আমি আপনাকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই, আপনি এমন কোনো উদাহরণ দিতে পারবেন যেখানে সরকার অপরাধ করা সত্ত্বেও আইন-শৃঙ্খলা বাহিনীর কোন সদস্যকে ছাড় দিয়েছে, কিংবা রাজনৈতিক কোন ব্যক্তিত্ব ছাড় পেয়েছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন তাই করা হচ্ছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’
এর আগে বনানীর এফআর টাওয়ারে নিহত অগ্নিসেনা ফায়ারম্যান সোহেল রানার পরিবারকে ১২ লাখ টাকার চেক তুলে দেন মন্ত্রী। এর মধ্যে ৫ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী এবং বাকি ৭ লাখ ফায়ার সার্ভিস কল্যাণ ট্রাস্ট থেকে দেয়া হয়েছে।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) সাজ্জাদ হোসাইন উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএস