বাংলা৭১নিউজ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, নাসিরনগরের উপনির্বাচনই হবে নির্বাচন কমিশনের জন্য চূড়ান্ত পরীক্ষা। নাসিরনগর ও গাইবান্ধার উপনির্বাচনে ইসিকে নিরপেক্ষতার প্রমান দিতে হবে। তিনি বলেন, গায়ের জোরে ক্ষমতা আঁকরে থাকার নীতিতে জাতীয় পার্টি বিশ^াস করেনা। তাই নব্বইয়ে জাতীয় পার্টি যখন ক্ষমতায় ছিলো, তখন আলাপ-আলোচনার মাধ্যমে ক্ষমতা লোভ ত্যাগ করে নির্বাচন দিয়েছিলেন। ক্ষমতার লোভে এরশাদ কোনো রক্তপাত করেনি।
নির্বাচনী প্রচারণার শেষ দিন শনিবার (১০ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি উবায়দুল হক রেনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শিল্পবিষয়ক উপদেষ্টা কাজী মামুনুর রশীদ, যুববিষয়ক উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় জাপার যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাহজামাল রানা ও উপনির্বাচনে লাঙ্গল প্রতীকের প্রার্থী রেজোওয়ান আহমেদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় জিএম কাদের আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষ উদ্বেগ-উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কোনো সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। এ অবস্থায় এই নির্বাচন থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে।
বাংলা৭১নিউজ/জেএস