ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর ময়মনসিংহ ও রংপুর জোনের এজেন্ট ব্যাংকিং আউটলেটের ব্যবসায় উন্নয়ন সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্লাাটফর্মে অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ সম্মেলন উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দীন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বশির আহাম্মদ ও মীর রহমত উল্লাহ সম্মেলনে বক্তব্য দেন।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এএসএম রেজাউল করিম। ব্যাংকের ময়মনসিংহ ও রংপুর জোনের শাখাপ্রধান, এজেন্ট ব্যাংকিং আউটলেটের ইনচার্জ ও কর্মকর্তাবৃন্দ ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান কার্যালয়ে আয়োজিত এই সম্মেলন যুক্ত হন।
বাংলা৭১নিউজ/সারো/হো