বাংলা৭১নিউজ,ডেস্ক:ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর বরিশাল জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন গত ২৫ আগস্ট (মঙ্গলবার) ভার্চ্যুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ সালেহ ইকবাল ও মোঃ মোশাররফ হোসাইন। আরো বক্তব্য দেন- সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, মোঃ মাহবুব আলম ও এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ রফিকুল ইসলাম।
ব্যাংকের বরিশাল জোনপ্রধান মোঃ আমিনুর রহমান-এর সভাপতিত্বে সম্মেলনে জোনের শাখাপ্রধানগণ অংশগ্রহণ করেন।
বাংলা৭১নিউজ/আরএম