বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সচিবালয়ে লাগা আগুনের কারণ খুঁজতে কমিটি গঠন হাসিনার দালালরা অপকর্মের ফাইল পুড়িয়ে দিল: সারজিস ৪০ কোটির মধ্যে ৩০ কোটি বই ছাপানো বাকি কর্ণফুলীতে ভেসে উঠলো নিখোঁজ দুই পর্যটকের মরদেহ ফায়ার সার্ভিস কর্মীকে চাপা দেওয়া ট্রাকচালক ধরা পড়ল শিক্ষার্থীদের হাতে সিরিয়ায় আসাদপন্থিদের ‘অতর্কিত হামলায়’ ১৪ নিরাপত্তা সদস্য নিহত ক্ষতিগ্রস্ত ভবনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কর্মকর্তা-কর্মচারীদের সচিবালয় এলাকায় নিরাপত্তা জোরদার, দুই প্লাটুন বিজিবি মোতায়েন আট-নয় তলার নথিপত্র সব পুড়ে গেছে বলে ধারণা ফায়ার ডিজির পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ ভারতের মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেপ্তার অন্তর্বর্তী সরকারের উদারতা জাতিকে অনন্তকাল ভোগাবে : হাসনাত আব্দুল্লাহ স্বৈরাচার পালিয়ে গেলেও দেশকে অস্থির করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ভেতরে প্রবেশ করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা লামায় অগ্নিসংযোগের ঘটনায় ড. ইউনূসের নিন্দা আগুনের সূত্রপাত কীভাবে তা নিশ্চিত হওয়া যায়নি : ফায়ারের ডিজি সচিবালয়ের আগুন ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে সড়কে পড়ে আছে ফায়ারকর্মী নয়নের হেলমেট ও তাজা রক্ত সচিবালয়ে আগুন: যে হুঁশিয়ারি দিলেন আসিফ মাহমুদ আগুন ৬ তলায় লেগে উপরে গেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ইসলাম ধর্ম গ্রহণ করা নিয়ে বিতর্ক, নিজের অবস্থান জানালেন অভিনেত্রী

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৬ বার পড়া হয়েছে

ভারতীয় অভিনেত্রী ও সঞ্চালক সারা আরফিন খান। ব্যক্তিগত জীবনে আরফিন খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী। সারা হিন্দু ধর্মের অনুসারী ছিলেন। বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।

ভারতের বিতর্কিত টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’। সালমান খান সঞ্চালিত এ শোয়ের ১৮তম সিজনে অংশ নিয়েছেন সারা ও আরফিন খান দম্পতি। এ শোয়ের আরেক প্রতিযোগী করনবীর মেহরা দাবি করেছেন— আরফিন খান জোর করে ধর্মান্তরিত করেছেন সারাকে।

এরপর আরফিন খান এই অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তার মতে— ‘আমার জন্য ধর্মান্তরিত হতে আমার স্ত্রীকে কখনো জোর করিনি।’ কিন্তু তারপরও এ নিয়ে বিতর্ক থেমে নেই। অবশেষে বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন অভিনেত্রী সারা আরফিন খান।

সিদ্ধার্থ কান্নানের ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে সারা আরফিন খান বলেন, ‘সারা পৃথিবীতে আমার অনেক মুসলিম বন্ধু-বান্ধব রয়েছে। ধর্ম নিয়ে আয়োজিত অনেক বিতর্ক অনুষ্ঠানে অংশ নিয়েছি। আমি বাইবেল পড়েছি, গীতা পড়েছি, কোরআন পড়েছি। যখন ধর্মের কথা আসে, তখন সঠিক বা ভুল বলে কিছু নেই। শুধু একটা ডাক আছে। আমার হৃদয় যে দিকে যেতে বলেছে, আমি কেবল তাই অনুসরণ করেছি।’

আরফিনকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল। কারণ ব্যাখ্যা করে সারা আরফিন খান বলেন, ‘আমি আরফিনকে বিয়ে করব কিনা, তা নিশ্চিত ছিলাম না। কারণ আরফিন মুসলিম আমি হিন্দু। সুতরাং এই সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন ছিল।’

সিদ্ধার্থ কান্নানের ডাকে একসঙ্গে হাজির হয়েছিলেন সারা আরফিন খান ও আরফিন খান দম্পতি। সারার কথা শেষ হলে আরফিন খান বলেন, ‘এ বিষয়ে (সারার ধর্মান্তর) সব কৃতিত্ব সারার বাবাকে দেব। অন্য সবকিছুর মতোই এ ক্ষেত্রেও সারাকে তিনি সাপোর্ট করেছেন। আমি তার ধর্মান্তরিত হওয়ার বিষয়ে জানতাম না। বিষয়টি অনেক পরে জেনেছি। তার পরিবার এ বিষয়ে সমর্থন করেছে। আমার বাবা-মাও কিছু বলেননি।’

২০১০ সালে হিন্দি টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে সারা আরফিন খানের। অভিনয় ক্যারিয়ারে বেশ কিছু জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। সিআইডি-তে অভিনয় করেছেন সারা। এ পর্যন্ত বলিউডের তিনটি সিনেমায় দেখা গেছে সারাকে।

তথ্যসূত্র: টাইমস নাউ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৪ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com