মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা, এরই মধ্যে ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। একই সঙ্গে যুদ্ধ এড়ানোর কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছে মধ্যপ্রাচ্যের অন্যতম ক্ষমতাশালী দেশটি। খবর নিউইয়র্ক টাইমসের।
শুক্রবার নিউইয়র্ক টাইমসের উদ্ধৃতি দিয়ে দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামিক প্রজাতন্ত্র তার সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইসরায়েলের প্রতিক্রিয়ার অপেক্ষা করছে। ইরান ইসরায়েলকে মোকাবিলায় যুদ্ধের জন্য প্রস্তুত। একই সঙ্গে ইরানের নেতারা সম্ভাব্য যুদ্ধ এড়াতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য সশস্ত্র বাহিনীকে যাবতীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিয়েছে ইরান। তবে একই সঙ্গে এ যুদ্ধ এড়াতে চেষ্টাও করে যাচ্ছে দেশটি। চার ইরানি কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটির সশস্ত্র বাহিনীকে ইসরায়েলি হামলার পাল্টা জবাব দিতে একাধিক পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।
‘ইরানে ভয়াবহ হামলা হলে এর পাল্টা প্রতিশোধ নেয়া হবে’ বলে সতর্ক করেছেন ইরানি কর্মকর্তারা। তবে ইসরায়েল সামরিক স্থাপনা এবং অস্ত্রাগারে সীমিত পরিসরে হামলা চালালে হয়তো সর্বোচ্চ নেতা পাল্টা হামলার নির্দেশ নাও দিতে পারেন। উল্লেখ্য, গত ১ অক্টোবর ইসরায়েলে ১৮০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। এরপর থেকে পাল্টা হামলার আশঙ্কায় রয়েছে ইরান।
বাংলা৭১নিউজ/এসএইচ