শনিবার, ১৮ মে ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১ পশুর জন্য প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাড়াতে বললেন প্রাণিসম্পদ মন্ত্রী বাংলাদেশ ব্যাংক স্বাধীন সত্তা হারিয়েছে: ড. ফাহমিদা ৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিউটন গ্রেপ্তার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন: রাষ্ট্রপতি ন্যায়বিচার পাওয়া সাংবিধানিক অধিকার : প্রধান বিচারপতি দুর্যোগ মোকাবিলায় ১ কোটি স্বেচ্ছাসেবী গড়ে তোলার পরিকল্পনা ওয়ারীতে বাথরুমে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু নরসিংদীতে বজ্রপাতে মা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পার্লামেন্টের নারী স্পিকারদের সামিট এক অনবদ্য প্ল্যাটফর্ম টেক্সাসে ভারী বৃষ্টি-ঝড়, নিহত ৭ বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের

ইরান-ইরাক ঘনিষ্ঠতা উভয়ের স্বার্থ রক্ষা করবে: নবনির্বাচিত প্রেসিডেন্ট

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ১০২ বার পড়া হয়েছে
রোববার কুয়েত সিটিতে দেশটির আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরাকি প্রেসিডেন্ট বারহাম সালিহ (বামে)।

বাংলা৭১নিউজ,ডেস্ক: ইরাকের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারহাম সালিহ বলেছেন, প্রতিবেশী দেশ ইরানের সঙ্গে ‘ভালো ও স্থিতিশীল’ সম্পর্ক সর্বোচ্চ মাত্রায় তার দেশের স্বার্থ সংরক্ষণ করবে। তিনি ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নের সময় বাগদাদের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থানকে বিবেচনায় নেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছেন।

গতকাল (রোববার) কুয়েত সফরে গিয়ে দেশটির আমিরের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সালিহ। ইরাকের প্রেসিডেন্ট বলেন, “ইরান আমাদের প্রতিবেশী দেশ এবং সেদেশের সঙ্গে ভালো ও স্থিতিশীল সম্পর্কের ওপর আমাদের জাতীয় স্বার্থ নির্ভর করছে।”

গত ৫ নভেম্বর ইরানের ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা লঙ্ঘন করে কোনো দেশ তেহরানের সঙ্গে বাণিজ্য করলে সেদেশকেও নিষেধাজ্ঞার আওতায় আনার হুমকি দিয়েছে ওয়াশিংটন। ইরাকের প্রেসিডেন্ট তার বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে মার্কিন নিষেধাজ্ঞা মেনে চলতে তার দেশের অপারগতার কথাই ঘোষণা দিলেন।

ইরানের তেল ও গ্যাস বিক্রির ওপর আমেরিকার নিষেধাজ্ঞা থেকে চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, গ্রিস, তাইওয়ান ও তুরস্ককে বাদ রাখা হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এসব দেশ ইরানের কাছ থেকে আগের মতো জ্বালানী গ্রহণ করতে পারবে। গত বৃহস্পতিবার বাগদাদের মার্কিন দূতাবাস এক ভিডিও প্রকাশ করে জানায়, ইরানের কাছ থেকে প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুৎ ক্রয় চালু রাখার বিষয়ে ইরাকে ৪৫ দিন ছাড় দেয়া হয়েছে।

তেলসমৃদ্ধ ইরাকের প্রাকৃতিক গ্যাস ও বিদ্যুতের ঘাটতি রয়েছে যা দেশটি ইরানের মাধ্যমে পূরণ করে।

ইরাকি প্রেসিডেন্ট সালিহ কুয়েত সিটিতে সংবাদ সম্মেলনে আরো বলেন, “আমরা ইরানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার বেড়াজালে আটকা পড়তে চাই না।” তিনি তেহরান বিরোধী নিষেধাজ্ঞা বাস্তবায়নের ক্ষেত্রে দুই ঘনিষ্ঠ প্রতিবেশী দেশ ইরান ও ইরাকের মধ্যকার গভীর সম্পর্কের বিষয়টি বিবেচনা করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান।

বাংলা৭১নিউজ/সূত্র: পার্সটুডে/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com