শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মেঘনায় দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৩ এ কে আজাদ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হবিগঞ্জে বাস চাপায় তিন নারী শ্রমিক নিহত ‘গণমানুষের ক্যান্সার হাসপাতাল’ তৈরিতে তহবিল সংগ্রহ শুরু যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি বাস্তবায়নে ‘কাছাকাছি অবস্থানে’ হামাস-ইসরাইল বৃটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে পলাতক আ.লীগ নেতা আনোয়ারুজ্জামানের সাক্ষাৎ আ.লীগের নিবন্ধন থাকবে কিনা ‘সময় বলে দেবে’: সিইসি ক্যাম্প থেকে পালিয়ে আসা ৭ রোহিঙ্গা ফেনীতে আটক কিছুটা নিয়ন্ত্রণে পাঁচদিন ধরে চলা লস অ্যাঞ্জেলেসের দাবানল পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার তদারকি করছে ৫ টিম সুশাসন প্রতিষ্ঠা হওয়ায় টাকা পাচার বন্ধ হয়েছে : গভর্নর হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি উপদেষ্টা চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম রুটে দুটি নতুন ট্রেন লোহিত সাগরে হুথিদের হামলায় পিছু হটলো মার্কিন যুদ্ধজাহাজ অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় ট্র্যাসি জ্যাকবসন শ্রম আইনে পরিচালনার নির্দেশ প্রধান উপদেষ্টার কমিটি নিয়ে দ্বন্দ্ব, বৈষম্যবিরোধী ছাত্রদের দু’পক্ষের হাতাহাতি পরিবেশ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে মায়ের জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তারেক রহমান বাংলাদেশকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ইভিএমের কারণে ভোটগ্রহণে ধীরগতি, অভিযোগ তৈমূরের

বাংলা৭১নিউজ,ডেস্ক:
  • আপলোড সময় রবিবার, ১৬ জানুয়ারী, ২০২২
  • ২২ বার পড়া হয়েছে

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করায় ‘ভোটগ্রহণে ধীরগতির’ অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

রোববার (১৬ জানুয়ারি) স্থানীয় সরকারি মহিলা কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাতি প্রতীকের এ মেয়র প্রার্থী আরও বলেন, ইভিএম ব্যবহার করায় ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতিও কম। ভোটগ্রহণও হচ্ছে খুব ধীরগতিতে।

এর কারণ ব্যাখ্যা করে তৈমূর বলেন, ইভিএম প্রযুক্তির সঙ্গে ভোটাররা পরিচিত নয়। ভোটকেন্দ্রে ভোটার এলে তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে জাতীয় পরিচয়পত্র চাওয়া হচ্ছে।

পুলিশের বিরুদ্ধে একতরফা আচরণ ও কর্মীদের হয়রানি করার অভিযোগ তুলে তিনি বলেন, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ভোটকেন্দ্রের বাইরে শান্তিপূর্ণ পরিবেশ। ইভিএমের কারণে ভোটগ্রহণে ধীরগতি। ইভিএমের মাধ্যমে যদি ভোট চুরি না হয় তাহলে লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হবো।

সব কেন্দ্রে তৈমূর আলম খন্দকারের এজেন্ট রয়েছে কি না, জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জে আমার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ক্ষমতা কেউ রাখে না।

প্রায় সোয়া পাঁচ লাখ ভোটারের নগরী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা আর উৎসবের আমেজে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নাসিক নির্বাচনে এবার মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত ৯টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৩৪ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটে লড়ছেন ১৪৮ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি। মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। সব কেন্দ্রে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে।

বাংলা৭১নিউজ/এমকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com