বাংলা৭১নিউজ,ঢাকা: ভোটারদের মধ্যে ইভিএম পরিচিত করতে ভোটের তিনদিন আগে ইসি ‘পরীক্ষামূলক ভোট’ আয়োজন করেছে। আর এর প্রক্রিয়া আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। তবে এতে ভোটারের উপস্থিতি খুবই কম।
আসন্ন একাদশ সংসদ নির্বাচনের ছয়টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে ইসি।
যে ৬টি আসনে ইভিএমে ভোট হবে সেগুলো হলো- ঢাকা-৬, ঢাকা-১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২। এসব আসনের আট শতাধিক কেন্দ্রে ২১ লাখের বেশি ভোটার রয়েছে। ভোটারদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি ও প্রশিক্ষিত করে তোলার জন্য ইসির এই প্রচার কার্যক্রম বলে ইসি সূত্র জানিয়েছে।
বাংলা৭১নিউজ/এসএস