বাংলা৭১নিউজ, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র-উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহন করেছে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম। মঙ্গলবার সকাল ১১ টায় ছাত্র-উপদেষ্টার কার্যালয়ে তিনি এ দায়িত্ব গ্রহন করেন। দায়িত্ব গ্রহনের মধ্য দিয়ে তিনি সদ্য বিদায়ী ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. আনোয়ারুল হক স্বপনের স্থলাভিষিক্ত হলেন। প্রফেসর ড. আনোয়ারুল হকের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজী বিভাগের সভাপতি প্রফেসর ড. এ এইচ এম আক্তারুল ইসলাম জিল্লু,ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি প্রফেসর ড.তপন কুমার জোয়াদ্দার, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, আই.আই.ই.আর-এর পরিচালক প্রফেসর ড. মেহের আলী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড.শাহাদাৎ হোসেন আজাদ প্রমূখ।
নতুন দায়িত্ব প্রাপ্ত ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম বলেন,‘সকলের সহযোগিতা পেলে শিক্ষার্থীদের স্বার্থে কিছু ভালো কাজ করতে পারবো বলে আমি আশাবাদী।
উল্লেখ্য,এর আগে প্রফেসর ড. রেজওয়ানুল ইসলাম দুই মেয়াদে বিভাগের সভাপতি,আই.আই.ই.আর-এর পরিচালক, পরিবহন প্রশাসকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
বাংলা৭১নিউজ/জেএস