ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২১-২২ সেশনের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ। পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই কেন্দ্রে আসতে শুরু করেছে ভর্তিচ্ছু ও অভিভাবকেরা।
শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ দৃশ্য দেখা যায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ৩০ জুলাই ‘এ’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হবে দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত। ক্যাম্পাসে পরীক্ষা শুরুর ১ ঘন্টা পূর্বে এবং প্রতিটি কেন্দ্রে পরীক্ষার ৩০ মিনিট পূর্বে প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা। ‘এ’ ইউনিটে মোট ভর্তিচ্ছু শিক্ষার্থী সংখ্যা ৪ হাজার ৩৪৭ জন।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, সকাল থেকেই আসতে শুরু করেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনেকে রাত থেকেই ক্যাম্পাসে অবস্থান করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ও অভিভাবক কর্ণারে ভর্তিচ্ছু ও অভিভাবকেরা অবস্থান করছেন। তারা বেলা ১১ টায় ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন।
বাংলা৭১নিউজ/এসএইচ