বাংলা৭১নিউজ,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘হিস্টোরিক্যাল অ্যান্ড লিঙ্গুয়েস্টিক্যাল ফিচার অব অ্যারাবিক’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
আরবী ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি প্রফেসর ড. মাহবুবুর রহমানের সভাপতিত্ত্বে এবং প্রফেসর ড. কামরুল হাসানের উপস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাশিদ আসকারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা। সেমিনারে প্রবন্ধ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারতের কলকাতা বিশ্ববিদ্যালয়ের আরবী ও ফার্সি বিভাগের প্রফেসর ড. এম. ইশারাত আলী মোল্লাহ ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মোস্তাক মুহাম্মদ. আল মুনাওয়ার আলী।
বাংলা৭১নিউজ/জেএস