বাংলা৭১নিউজ, ঢাকা: প্রতারণা ও মানহানির অভিযোগ এনে দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীনের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করা হয়েছে।
এই মামলায় আরও আসামী করা হয়েছে সংশ্লিষ্ট প্রতিবেদক শামসুল ইসলামকে। আজ বৃহস্পতিবার সিএমএম আদালতে এই মামলা দায়ের হয়েছে।
সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক ও হাব এর সাবেক মহাসচিব আব্দুল কবির খান দৈনিক ইনকিলাবের সম্পাদক ও সংশ্লিষ্ট রিপোর্টারের বিরুদ্ধে এই মামলা করেছেন।
এ ব্যপারে জানতে চাইলে আব্দুল কবির খান বলেন, এই রিপোর্টের মূল উদ্দেশ্যই আমাকে ব্লাকমেইল করা। এই রিপোর্টের মধ্যে দিয়ে আমার সামাজিক সুনাম ও ভাবমূর্তি ক্ষূন্ন করা হয়েছে। আমি আদালতের কাছে এর ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছি।
উল্লেখ্য, ‘সাতক্ষীরায় ভারতীয় বাহিনীর অভিযান’ এবং ‘তিনি পুলিশ বাহিনীতে তৈরি করেছেন হিন্দু লীগ’ শীর্ষক এই দু’টি প্রতিবেদন উদ্দেশ্যমূলকভাবে দৈনিক ইনকিলাবে প্রকাশ করায় এএমএম বাহাউদ্দীনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী ও তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারায় পৃথক দু’টি মামলা রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএম