রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বর্ণের দাম আরও বাড়ল এবার পোশাকে নায়িকাদের নাম ফুটিয়ে হাজির ভাবনা সোনালী আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই: পাটমন্ত্রী অনিয়ম এড়াতে মোবাইল অ্যাপে চাল বিক্রি ৩০ দিনের মধ্যে শহীদ আনোয়ারা উদ্যান ফেরতের দাবি মাগুরায় রেলপথ শিগগিরই চালু হবে : রেলমন্ত্রী যিনি দেশ বিক্রি করতে চেয়েছিল আপনি তো ওনারই সন্তান হেফাজত নেতা মামুনুল হক ডিবিতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ প্রস্তুত: আইজিপি সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে স্কুলসামগ্রী বিতরণ শাহ্জালাল ইসলামী ব্যাংকের জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ: ইসি হাবিব ইসলামী ব্যাংকের সঙ্গে অ্যাস্ট্রা এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর ইসলামী ব্যাংকের মাসব্যাপী ক্যাম্পেইন শুরু ডেপুটি গভর্নর বাংলাদেশ ব্যাংকে গণমাধ্যমকর্মীদের প্রবেশে বাধা নেই বেনাপোল-পেট্রাপোল দিয়ে ভারত ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা ঢাবিতে বিষমুক্ত ফল নিশ্চিতের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জের সেপটিক ট্যাংকে শ্বাসরুদ্ধ হয়ে ২ শ্রমিক নিহত দিল্লির তাপমাত্রা ৪৭ ডিগ্রি ছাড়িয়েছে ভোট বর্জনই বিএনপির আন্দোলন: এ্যানি আফগানিস্তানে বন্যায় ৫০ জনের মৃত্যু

ইনকিলাব সম্পাদককে গ্রেফতারে আদালতের নির্দেশ মানছে না পুলিশ

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় শনিবার, ২৬ আগস্ট, ২০১৭
  • ৩৮৭ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, ঢাকা: আদালতের নির্দেশ পাওয়ার ৮ মাস পার হলেও ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীনকে গ্রেফতার করেনি পুলিশ। বরং আদালতের এ রায় বাস্তবায়নে টালবাহানা করছে তারা। চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ, তৃতীয় শ্রম আদালত, ঢাকা এ গ্রেফতারি পরোয়ানা জারী করেছে।

পুলিশ বলছে, বাহাউদ্দীনকে খুঁজে পাচ্ছেন না তারা। অন্যদিকে বাহাউদ্দীন গ্রেফতারি পরোয়ানা নিয়েই উত্তরা থেকে এসে ওয়ারী থানার কয়েকশ’ মিটারের মধ্যে ইনকিলাবে নিয়মিত অফিস করছেন। শুধু তাই নয় বিদেশেও ঘুরে বেড়াচ্ছেন। চলতি মাসের প্রথম সপ্তাহে সপরিবারে তিনি সিঙ্গাপুর ও ব্রিটেন সফর করেন এবং বর্তমানে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছেন। সফরকালে তিনি লন্ডনে থাকা একজন রাজনৈতিক নেতার সাথেও গোপন বৈঠক করেন বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছর ইনকিলাব থেকে চাকরিচ্যুত সাংবাদিক (সাব এডিটর) মুকুল হায়দার তার দীর্ঘদিনের বকেয়া বেতন ও অন্যান্য পাওনাদি পরিশোধের জন্য মামলা দায়ের করেন। এরপর আদালত এ বিষয়ে সাংবাদিক মুকুল হায়দারের পক্ষে রায় দেয় এবং ইনকিলাব সম্পাদককে তার বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদি পরিশোধে নির্দেশ দেয়।

আদালতের নির্দেশ অমান্য করায় আদালত গত বছরের ৬ ডিসেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করে। ১২ ডিসেম্বর ওয়ারী থানা আদালতের অ্যারেস্ট ওয়ারেন্ট পাবার পরও অদ্যাবধি এ এম এম বাহাউদ্দীনকে গ্রেফতার করেনি। বরং এ বিষয়ে গড়িমসি করছে।

এ ব্যাপারে মুকুলের আইনজীবী এডভোকেট শাহ আলম বলেন, ‘ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন আদালতের নির্দেশ অমান্য করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারী করেছেন আদালত। কিন্তু ওয়ারী থানা পুলিশ দীর্ঘ ৮ মাস অতিবাহিত হলেও এ অ্যারেস্ট ওয়ারেন্ট তামিল করছে না। বাহাউদ্দীনও আদালত থেকে জামিন নেননি।’

উল্লেখ্য, এরইমধ্যে চলতি বছরের মে মাসেও ইনকিলাব কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি থেকে অন্যায়ভাবে শতাধিক সাংবাদিক-কর্মচারীকে চাকরিচ্যুত করে। এদের মধ্যে অনেককে ইনকিলাব সম্পাদক মোট পাওনার ৩০ ভাগ দিয়ে জোর করে তিনশত টাকার স্ট্যাম্পে সকল পাওনা বুঝিয়া পাইলাম বলে স্বাক্ষরও নেন। এরপর ৪ মাস অতিক্রান্ত হলেও তাদের ২৬ মাসের বকেয়া বেতন এবং অন্যান্য পাওনাদি পরিশোধ করা হয়নি।

এদিকে অন্যায়ভাবে চাকরিচ্যুত সাংবাদিক-কর্মচারীদের পক্ষ থেকে ওয়ারী থানায় এক ডজনেরও বেশি সাধারণ ডায়েরি করার পর পুলিশ তদন্তে সেগুলোর সত্যতা পেলেও এখনো কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি। ওয়ারী থানা পুলিশের এ ভূমিকা নিয়ে খোদ পুলিশের মধ্যেই প্রশ্ন দেখা দিয়েছে।

বাংলা৭১নিউজ/এসএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com